ভাইকে গুলি করার সঙ্গে সঙ্গে পলাতক হয় অভিযুক্ত। অভিযুক্তের খোঁজে তল্লাশি চালাচ্ছে পিথোরিয়া থানার পুলিশ । এই মর্মান্তিক হত্যায় আতঙ্কিত পিথোরিয়া থানার মদনপুর গ্রামের বাসিন্দারা । মৃত ১৩ বছরের কিশোরের নাম সকলেইন বলে জানা গিয়েছে ।
আরও পড়ুন : ফুলসজ্জার রাত কেটে ভোর হতেই স্বামী দেখলেন সিনেমা সত্যি হয়ে গিয়েছে! পায়ের তলা থেকে সরল মাটি
advertisement
অভিযুক্ত আফসর ও সকলেইনের মধ্যে সামান্য বিবাদ বাধে বলে জানা গিয়েছে । দু'জনের মধ্যে তর্ক-বিতর্ক চলতে চলতেই অভিযুক্ত আফসার সাকলেইনকে গুলি করে পলাতক হয় । ঘটনাটি ধামা চাপা দেওয়ার চেষ্টা করা হলেও ততক্ষণে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পিথোরিয়া থানার পুলিশ ।
আরও পড়ুন : হাড়হিম কাণ্ড গাজিয়াবাদে! গাড়ি রাখা নিয়ে ঝামেলা, ইট দিয়ে থেঁতলে খুন, প্রকাশ্যে ভিডিও
পরে ঘটনাস্থলকে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠানো হয় । পলাতক আফসারের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ । যত তাড়াতাড়ি সম্ভব অপরাধীকে গ্রেফতার কারা হবে বলে জানিয়েছে পিথোরিয়া থানার পুলিশ ।