ফুলসজ্জার রাত কেটে ভোর হতেই স্বামী দেখলেন সিনেমা সত্যি হয়ে গিয়েছে! পায়ের তলা থেকে সরল মাটি

Last Updated:
Viral News: রাতে অরবিন্দ ও রুচি শুতে যান। বিয়ের আচার-অনুষ্ঠান শেষে ক্লান্তিও ছিল। বাড়িতে ফিরেও অনেকগুলি আচার অনুষ্ঠান ছিল। সেসব মিটিয়ে রাতে ঘুমিয়ে পড়েছিলেন সদ্যবিবাহিত স্বামীস্ত্রী।
1/8
জীবন আর সিনেমা তো এক নয়। কিন্তু বাস্তবে যা ঘটে তা অনেক সময় সিনেমার মতো হয়। কিন্তু কেমন হবে যদি হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আবিষ্কার করেন জীবনটা সিনেমা হয়ে গিয়েছে? আপনারও নিশ্চই মাথা ঘুরবে বনবন করে!
জীবন আর সিনেমা তো এক নয়। কিন্তু বাস্তবে যা ঘটে তা অনেক সময় সিনেমার মতো হয়। কিন্তু কেমন হবে যদি হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আবিষ্কার করেন জীবনটা সিনেমা হয়ে গিয়েছে? আপনারও নিশ্চই মাথা ঘুরবে বনবন করে!
advertisement
2/8
জীবন আর সিনেমা তো এক নয়। কিন্তু বাস্তবে যা ঘটে তা অনেক সময় সিনেমার মতো হয়। কিন্তু কেমন হবে যদি হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আবিষ্কার করেন জীবনটা সিনেমা হয়ে গিয়েছে? আপনারও নিশ্চই মাথা ঘুরবে বনবন করে!
জীবন আর সিনেমা তো এক নয়। কিন্তু বাস্তবে যা ঘটে তা অনেক সময় সিনেমার মতো হয়। কিন্তু কেমন হবে যদি হঠাৎ একদিন ঘুম থেকে উঠে আবিষ্কার করেন জীবনটা সিনেমা হয়ে গিয়েছে? আপনারও নিশ্চই মাথা ঘুরবে বনবন করে!
advertisement
3/8
অরবিন্দ টাকা দিতে রাজি হয়ে যান। ওই ২ ব্যক্তি তখন অরবিন্দকে বিহারের গয়ায় নিয়ে আসে। সেখানে রুচি নামে এক তরুণীর ছবি দেখায় অরবিন্দকে। পাত্রী পছন্দ হয় অরবিন্দের।
অরবিন্দ টাকা দিতে রাজি হয়ে যান। ওই ২ ব্যক্তি তখন অরবিন্দকে বিহারের গয়ায় নিয়ে আসে। সেখানে রুচি নামে এক তরুণীর ছবি দেখায় অরবিন্দকে। পাত্রী পছন্দ হয় অরবিন্দের।
advertisement
4/8
ওই ২ ঘটক দ্রুত বিয়ের ব্যবস্থা করে ফেলে। পয়লা অক্টোবর সকালে একটি স্থানীয় মন্দিরে রুচি নামে ওই তরুণীর সঙ্গে অরবিন্দের বিয়ে হয়ে যায়। এরপর স্ত্রীকে সঙ্গে করে অরবিন্দ তাঁর নিজের গ্রামে ফিরে আসেন। অরবিন্দের পরিবারের তরফ থেকে রুচিকে গয়না, শাড়ি ও নানা উপহারে বাড়ির বউ হিসাবে বরণ করে নেওয়া হয়।
ওই ২ ঘটক দ্রুত বিয়ের ব্যবস্থা করে ফেলে। পয়লা অক্টোবর সকালে একটি স্থানীয় মন্দিরে রুচি নামে ওই তরুণীর সঙ্গে অরবিন্দের বিয়ে হয়ে যায়। এরপর স্ত্রীকে সঙ্গে করে অরবিন্দ তাঁর নিজের গ্রামে ফিরে আসেন। অরবিন্দের পরিবারের তরফ থেকে রুচিকে গয়না, শাড়ি ও নানা উপহারে বাড়ির বউ হিসাবে বরণ করে নেওয়া হয়।
advertisement
5/8
সেদিন রাতে অরবিন্দ ও রুচি শুতে যান। বিয়ের আচার-অনুষ্ঠান শেষে ক্লান্তিও ছিল। বাড়িতে ফিরেও অনেকগুলি আচার অনুষ্ঠান ছিল। সেসব মিটিয়ে রাতে ঘুমিয়ে পড়েছিলেন সদ্যবিবাহিত স্বামীস্ত্রী। সকালে উঠে যা দেখলেন অরবিন্দ চোখ কপালে উঠল, খান খান হয়ে গেল মন মুহূর্তে।
সেদিন রাতে অরবিন্দ ও রুচি শুতে যান। বিয়ের আচার-অনুষ্ঠান শেষে ক্লান্তিও ছিল। বাড়িতে ফিরেও অনেকগুলি আচার অনুষ্ঠান ছিল। সেসব মিটিয়ে রাতে ঘুমিয়ে পড়েছিলেন সদ্যবিবাহিত স্বামীস্ত্রী। সকালে উঠে যা দেখলেন অরবিন্দ চোখ কপালে উঠল, খান খান হয়ে গেল মন মুহূর্তে।
advertisement
6/8
অরবিন্দ ঘুম ভেঙে দেখেন রুচি নেই। সব গয়না, নগদ ৩০ হাজার টাকা এবং শাড়ি ও উপহার পাওয়া জিনিসপত্র, সব উধাও। এরপরই অরবিন্দের ফোনে একটি ফোন আসে।
অরবিন্দ ঘুম ভেঙে দেখেন রুচি নেই। সব গয়না, নগদ ৩০ হাজার টাকা এবং শাড়ি ও উপহার পাওয়া জিনিসপত্র, সব উধাও। এরপরই অরবিন্দের ফোনে একটি ফোন আসে।
advertisement
7/8
ওপার থেকে রুচি কড়া গলায় জানায় সে অরবিন্দকে ভালবাসে না। তাকে যেন অরবিন্দ খোঁজার বা যোগাযোগ করার চেষ্টা না করেন। এরপর বেশ কিছুদিন অরবিন্দ এই ধাক্কা সামলে উঠতে পারেননি।
ওপার থেকে রুচি কড়া গলায় জানায় সে অরবিন্দকে ভালবাসে না। তাকে যেন অরবিন্দ খোঁজার বা যোগাযোগ করার চেষ্টা না করেন। এরপর বেশ কিছুদিন অরবিন্দ এই ধাক্কা সামলে উঠতে পারেননি।
advertisement
8/8
অবশেষে অরবিন্দ পুলিশে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তবে রুচি বা ওই দুই ঘটক এখনও অধরা।
অবশেষে অরবিন্দ পুলিশে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তবে রুচি বা ওই দুই ঘটক এখনও অধরা।
advertisement
advertisement
advertisement