TRENDING:

Crime News: বোরখা পরে বসকে ডাকাতির ছক, পুলিশের হাতে ধরা পড়তেই ভেসতে গেল প্ল্যান! বিস্তারিত জানুন

Last Updated:

Crime News: চাকরি যাওয়ার পর চাপ বাড়তে থাকে ব্যক্তির উপর৷ কারণ বাড়ির খরচ চালানোর জন্য টাকা ছিল না। এরপর কার্তিকেয়ান তার প্রাক্তন বসকে ডাকাতির পরিকল্পনা করেন। বিস্তারিত জানুন...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: চাকরি চলে গেলে জীবনে একাধিক সমস্যা নেমে আসে৷ সংসার চালানো মুশকিল হয়ে পরে। পরিবার এবং অর্থনৈতিক পরিস্থিতি ঠিক করতে সবাই নিজের মতো চেষ্টা করে৷ এমনই এক ঘটনা ঘটল চেন্নাইয়ে৷ কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে ব্যক্তির সব  পরিকল্পনা ঘেটে যায়৷
বোরখা পরে বসকে ডাকাতির ছক, পুলিশের হাতে ধরা পড়তেই ভেসতে গেল প্ল্যান! বিস্তারিত জানুন
বোরখা পরে বসকে ডাকাতির ছক, পুলিশের হাতে ধরা পড়তেই ভেসতে গেল প্ল্যান! বিস্তারিত জানুন
advertisement

আরও পড়ুন: এইচআইভি সংক্রমিত তরুণীর থেকে ২০ যুবকের শরীরে ঢুকল মারণ রোগ! সংক্রমিত ১৫ মহিলাও

জানা গিয়েছে, ৪০ বছরের কার্তিকেয়ানের চাকরি চলে যাওয়ার পর তিনি অভিনব এক পদ্ধতি নিয়েছিলেন৷  নিজেকে লুকিয়ে সে তার প্রাক্তন বসকে ডাকাতির পরিকল্পনা করেন। এর জন্য তিনি বাজারে গিয়ে একটি বোরখা কেনেন৷ এরপর তা পড়েই পুরনো অফিসে চলে যান। সেখানে সে বিশাল অর্থের টাকা চুরি করে৷ কিন্তু রাস্তায় বেরোতেই পুলিশ ধরে তাকে৷ তার চালচলনে সন্দেহ প্রকাশ করে পুলিশ৷ এরপরই পুরো ব্যাপারটি প্রকাশ্যে চলে আসে।

advertisement

কার্তিকেয়ান কেন চাকরি ছেড়েছিলেন? – জানা গিয়েছে, কার্তিকেয়ান বোরখা পরে তার পুরনো অফিসে গিয়ে বসের কেবিনে ঢুকে পড়েন। সেখানে তিনি বসের কেবিন থেকে ১ লাখ ৫০ হাজার টাকা চুরি করেন। কৃষ্ণাগিরির পিল্লাকোট্টাইয়ের বাসিন্দা কার্তিকেয়ান৷ ম্যাধবরামের থাট্টন কুলামে অবস্থিত একটি প্রাইভেট ফার্মে তিন বছর কাজ করেছিলেন। গত বছর, কার্তিকেয়ান চাকরি ছেড়ে দেন কারণ তিনি মনে করছিলেন যে তার বেতন তার পরিবারকে চালানোর জন্য যথেষ্ট নয়। কোম্পানির কাছে বেতন বাড়ানোর জন্য আবেদন করেন, তা না হলে,  চাকরি ছেড়ে দেয় সে।

advertisement

আরও পড়ুন: ব্যাঙ্ক ব্যালেন্স দেখে সম্পর্ক বাছেন মহিলা! বললেন ‘শুধু ধনী ছেলেদের সঙ্গে ডেট করি’

কিভাবে ধরা পড়ল? – চাকরি যাওয়ার পর চাপ বাড়তে থাকে ব্যক্তির উপর৷ কারণ বাড়ির খরচ চালানোর জন্য টাকা ছিল না। এরপর কার্তিকেয়ান তার প্রাক্তন বসকে ডাকাতির পরিকল্পনা করেন। সোমবার, কার্তিকেয়ান তার পরিচয় গোপন করতে বোরখা পড়ে পুরনো অফিসে প্রবেশ করে। এরপর তিনি ১ লাখ ৪৭ হাজার টাকা নগদ চুরি করেন। এছাড়া ৮৮৩৬ টাকার চেকও চুরি করে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

কার্তিকেয়ান যখন ম্যাধবরাম বাস টার্মিনালের দিকে যাচ্ছিলেন, তখন পুলিশের সন্দেহ হয় এবং তারা তাকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে। পুলিশ আবিষ্কার করে যে বুরকার নিচে একজন পুরুষ ছিল, যার কাছে চুরি করা নগদ এবং চেক ছিল। ম্যাধবরামের পুলিশ এরপর কার্তিকেয়ানের বিরুদ্ধে মামলা দায়ের করেছে৷

বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: বোরখা পরে বসকে ডাকাতির ছক, পুলিশের হাতে ধরা পড়তেই ভেসতে গেল প্ল্যান! বিস্তারিত জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল