মৃত মহিত দিল্লির বিন্দাপুরের বাসিন্দা ৷ পুলিশ সূত্র মারফত জানা যায় , সোমবার দুপুর ১২টা নাগাদ ভাইয়ের সঙ্গে স্কুটি করে বাড়ি ফিরছিলেন মহিত ৷ কিন্তু রাস্তাতেই মহিতকে নিশানা করে গুলি চালায় ২ দুস্কৃতী ৷ জানা গিয়েছে , অভিযুক্ত দুষ্কৃতীরা বাইকে করে এসেছিল ৷ আহত মহিতকে আশঙ্কাজনক অবস্থাতে হাসপাতালে ভর্তি করা হয় ৷ কিন্তু অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালেই মৃত্যু হয় তাঁর ৷
advertisement
আরও পড়ুন : টানা বৃষ্টিতে ডাস্টবিনে পড়ে ৩ দিনের শিশুকন্যা! ভর্তি হাসপাতালে, দিল্লির ঘটনায় তাজ্জব দেশ
দিল্লিতে ৩টি জামা কাপড়ের দোকান আছে মহিত ও তাঁর ভাইয়ের ৷ মহিতকে ডাকাতির কারণে খুন করা হয়নি বলে অনুমান পুলিশের ৷ মহিতের মৃত্যুর পর তাঁর দোকানের সামনে আন্দোলন করে অন্যান্য ব্যবসায়ীরা ৷
আরও পড়ুন : মাংস নয়, প্রিয় ছিল ডাল-ভাত, ৭৫ বয়সে চলে গেল কেরলের নিরামিষাশী কুমির 'বাবিয়া
মহিতের ভাইয়ের বয়ান অনুসারে জানা গিয়েছে, দুষ্কৃতীরা হেলমেট ছাড়াই এসেছিল ৷ মহিতকে নিশানা করে গুলি করে পালায় তারা ৷ সিসিটিভির ফুটেজের ভিত্তিতে দুষ্কৃতীদের খোঁজ করছে পুলিশ ৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি বলে জানা গিয়েছে ৷