আরও পড়ুনঃ ছিঁড়েছে সুতো, পরিবার বলতে আর নেই কেউ! সর্বহারা শিশুদের ‘মাথার ছাদ’ রামকৃষ্ণ বিবেকানন্দ মিশন
রবিবার, বিকাল ৩.৩৬ নাগাদ শেনকোটাই রেলওয়ে স্টেশনে প্রবেশ করার সময় চেন্নাইগামী ট্রেনের এস-৩ কোচের চাকার নীচে ফাটল লক্ষ্য করেন এক কর্মী। অবিলম্বে, কর্মীরা স্টেশন মাস্টারকে সতর্ক করে, এবং ঊর্ধ্বতন অফিসারের নির্দেশ অনুসারে কামরাটি রেক থেকে সরানো হয়।
advertisement
রেলওয়ের একটি অফিসিয়াল বিবৃতিতে বলা হয়েছে ‘৪ জুন ৩.৩৬ নাগাদ, T.No.16102Exp (ex.QLN-MS) সেনগোট্টাই (SCT) স্টেশনে প্রবেশ করার সময়, এক রেলকর্মী এস-৩ কমরার (CN SR 11134) চাকায় ফাটল লক্ষ্য করেন। অবিলম্বে, ওই কামরাটি বদলে দেওয়া হয় এবং ট্রেনটি ৪টে ৪০ মিনিটে ছেড়ে যায়।’
কামরার বদলানোর প্রক্রিয়ার কারণে, ট্রেনটি এক ঘন্টা পরে শেনকোটাই ছেড়ে যায়। পরবর্তীতে মাদুরাই রেলওয়ে স্টেশনে আরেকটি বগি যুক্ত করা হয়।
গত শুক্রবার, ওড়িশার বালেশ্বরের বাহানগা বাজারে ঘটা ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ২৭৫ জন নিহত হয় এবং ১,১৭৫ জনেরও বেশি আহত হয়। সেরকম একটি বড় দুর্ঘটনা এড়ানো গেল শুধুমাত্র রেলকর্মীর জন্যই বলে জানিয়েছে দক্ষিণ রেল। ওই রেলকর্মীকে পুরস্কৃত করা হবে বলে জানানো হয়েছে।
