আরও পড়ুন- "আমি অন্য ধাতু দিয়ে তৈরি": দু'দফার প্রধানমন্ত্রীত্বেই থেমে থাকতে নারাজ মোদি!
স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুযায়ী, দৈনিক পজিটিভিটির হার ০.৫৮ শতাংশ এবং সাপ্তাহিক পজিটিভিটির হার ০.৬৯ শতাংশ। এই রোগ থেকে সেরে ওঠা মানুষের সংখ্যা বেড়ে ৪,২৫,৭৩,৪৬০। মৃত্যুর হার ১.২২ শতাংশ।
দেশব্যাপী কোভিড-১৯ টিকাকরণ অভিযানের অধীনে এ পর্যন্ত দেশে ১৯০.৯৯ কোটিরও বেশি ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ২০২০ সালের ৭ অগাস্ট ছিল ২০ লক্ষ, ২৩ অগাস্ট হয় ৩০ লক্ষ, ৫ সেপ্টেম্বর ৪০ লক্ষ এবং ১৬ সেপ্টেম্বর ৫০ লক্ষ অতিক্রম করে।
advertisement
আরও পড়ুন- নৃশংস! শিং কেটে ফেলায় প্রবল রক্তপাত, জঙ্গলে ছটফটিয়ে ঘুরে বেড়াচ্ছে একশৃঙ্গ গণ্ডার
২৮ সেপ্টেম্বর ৬০ লাখ, ১১ অক্টোবর ৭০ লাখ, ২৯ অক্টোবর ৮০ লাখ, ২০ নভেম্বর ৯০ লাখ এবং ১৯ ডিসেম্বর সংক্রমণ এক কোটি ছাড়িয়ে যায়। ভারত ৪ মে দুই কোটি সংক্রমণের ভয়াবহ মাইলফলক অতিক্রম করে এবং ২৩ জুন সংক্রমণ ছাড়ায় তিন কোটি।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে নয়টি মৃত্যুর মধ্যে আটজনই কেরলের এবং একজন মহারাষ্ট্রের বাসিন্দা।