আরও পড়ুন- সহমতে যৌনতার পর বিয়ে করতে অস্বীকার করা অপরাধ নয়, মন্তব্য কেরল হাইকোর্টের
সক্রিয় সংক্রমণ একদিনে বেড়েছে ২,৬৯৩ এবং এখন সক্রিয় সংক্রমণ মোট সংক্রমণের ০.২৯ শতাংশ। কোভিড-১৯ রোগ থেকে সেরে ওঠার হার ৯৮.৫১ শতাংশ, জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রকের তথ্যানুসারে দৈনিক পজিটিভিটির হার ছিল ৪.১৪ শতাংশ এবং সাপ্তাহিক পজিটিভিটির হার ৪.০৯ শতাংশ।
advertisement
আরও পড়ুন- সামান্য কমল আক্রান্ত, বাড়ল দেশের দৈনিক মৃত্যু! বুস্টার ডোজে জোর দিচ্ছে কেন্দ্র
কোভিড-১৯কে হারিয়ে সুস্থ হয়ে ওঠা মানুষের সংখ্যা বেড়ে ৪,২৯,৫৩,৯৮০ হয়েছে। দেশে কোভিডে মৃত্যুর হার ১.২০ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রক অনুযায়ী, কোভিড টিকাকরণ অভিযানের অধীনে দেশে এ পর্যন্ত ১৯৮.৬৫ কোটি কোভিড ভ্যাকসিনের ডোজ দেওয়া হয়েছে। ভারতের কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা ২০২০ সালের ৭ অগাস্ট ২০ লাখ, ২৩ অগাস্ট ৩০ লাখ, ৫ সেপ্টেম্বর ৪০ লাখ এবং ১৬ সেপ্টেম্বর ৫০ লাখ ছাড়িয়ে যায়। ২৮ সেপ্টেম্বর ৬০ লাখ, ১১ অক্টোবর ৭০ লাখের সংক্রমণ সীমা ছাড়িয়ে যায় দেশ। ২৯ অক্টোবর ৮০ লাখ এবং ২০ নভেম্বর ৯০ লাখ আর ১৯ ডিসেম্বর এক কোটি সংক্রমণ ঘটে দেশে। গত বছরের ৪ মে দুই কোটি এবং ২৩ জুন তিন কোটি সংক্রমণ ঘটে। চলতি বছরের জানুয়ারিতে চার কোটি সংক্রমণের ভয়াবহ মাইলফলক অতিক্রম করেছে দেশ।