দিল্লিতে সম্প্রতি উদ্বেগজনক সংক্রমণ বৃদ্ধির খবর পাওয়া গিয়েছে। জাতীয় রাজধানীতে ১,০১১ টি নতুন সংক্রমণ ঘটেছে। অন্যদিকে মহারাষ্ট্রে ৮৪ টি নতুন কোভিড সংক্রমণের খবর মিলেছে। উত্তরপ্রদেশেও ২০০ টিরও বেশি সংক্রমণের খবর পাওয়া গিয়েছে।
আরও পড়ুন- দেশে ফের বাড়ছে কোভিড সংক্রমণ, তবে "চতুর্থ ঢেউ নয়" বলেই দাবি বিশেষজ্ঞের
দিল্লি, পঞ্জাব, হরিয়ানা সহ অনেক রাজ্যই সংক্রমণ বৃদ্ধির ফলে কোভিড বিধিগুলি ফিরিয়ে এনেছে। সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গেই মাস্ক পরার প্রয়োজনীয়তার উপর জোর দিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। এর আগে জানুয়ারি মাসে কোভিডের তৃতীয় ঢেউয়ের সময় এমন উদ্বেগজনক সংক্রমণ বৃদ্ধি ঘটেছিল দেশে। কোভিডের নতুন XE ভ্যারিয়েন্ট প্রথম শনাক্ত করা হয়েছিল ব্রিটিশ যুক্তরাজ্যে।
advertisement
যদিও ভারতে মৃত্যুর সংখ্যায় বড় ধরনের কোনও উত্থান ঘটেনি। তবে অভিযোগ ওঠে কোভিডে মৃত্যুর সংখ্যা গোপন করছে কেরল। যুগ্ম সচিব লভ আগরওয়াল রাজ্যের স্বাস্থ্য সচিব রাজন খোবরাগড়েকে লিখেছিলেন, “দেখা গিয়েছে যে কেরল ১৩ এপ্রিল থেকে পাঁচ দিনের ব্যবধানের পরে রাজ্যের কোভিড-১৯ তথ্য জানিয়েছে। এটি ভারতে মৃত্যু এবং সংক্রমণেরর মতো সূচকগুলি পর্যবেক্ষণ করার মূল অবস্থাকে প্রভাবিত করেছে। প্রতিদিনের আপডেট নিশ্চিত করার জন্য অনুরোধ করা হচ্ছে।” তবে কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ তখন জানিয়েছিলেন, “কেরল কেন্দ্রকে কোভিড পরিসংখ্যান জমা দেয়নি এই তথ্যটি ভুল।”
আরও পড়ুন- ১০ সেকেন্ড একদৃষ্টিতে তাকান নাকের এই হলুদ বিন্দুর দিকে! চোখ সরালেই ঘটবে ম্যাজিক!
যদিও ভারতের প্রতিদিনের কোভিড সংক্রমণের বৃদ্ধি এখনও তেমন উদ্বেগজনক নয় কিন্তু জার্মানি, ইতালি এবং ফ্রান্স সহ বেশ কয়েকটি ইউরোপীয় দেশ এবং চিনে মার্চ মাস ব্যাপক সংক্রমণ ঘটেছে।