Viral Optical Magic Illusion: ১০ সেকেন্ড তাকান নাকের এই হলুদ বিন্দুর দিকে! চোখ সরালেই ঘটবে ম্যাজিক
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
Negative After Image Illusion Magic: ছবির এই পুরুষটির নাকের হলুদ বিন্দুর দিকে ১০ সেকেন্ড একদৃষ্টিতে তাকিয়ে থাকুন।
Viral Illusion Image: আমাদের মস্তিষ্ক যে সমস্ত তথ্য চারপাশ থেকে সংগ্রহ করে সেই তথ্যগুলিকে স্বল্পমেয়াদি স্মৃতিতে ধরে রাখে। যদি মস্তিষ্ককে কিছু সময়ের জন্য কোনও নির্দিষ্ট বিষয়ে মনোনিবেশ করার জন্য তৈরি করা হয়, তাহলে আমাদের মস্তিষ্ক বিভ্রম তৈরি করে। নেগেটিভ আফটার ইমেজ হল তেমনই একটি বিশেষ বিভ্রম। আমাদের মস্তিষ্কের এই বিভ্রম অনেকটা ম্যাজিকের মতো। দৃষ্টি বিভ্রমকে কাজে লাগিয়ে নানান আশ্চর্যজনক ম্যাজিকের খেলা দেখান অনেকেই। নিজের মনের বিভ্রম থেকে সৃষ্ট এই ভ্রম দেখে নিজেই অবাক হয়ে যাবেন।
যেমন এই ছবিটি। বস্তুত একটি নেগেটিভ আফটার ইমেজ এটি। এই ছবিতে একদিকে দেখতে পাচ্ছেন একজন পুরুষের নেগেটিভ অবয়ব। তার নাকের একটি বিশেষ জায়গায় হলুদ একটি বিন্দু রয়েছে। এবার ছবির এই পুরুষটির নাকের হলুদ বিন্দুর দিকে ১০ সেকেন্ড একদৃষ্টিতে তাকিয়ে থাকুন।
advertisement
advertisement

১০ সেকেন্ড পরে ছবির পাশের ফাঁকা সাদা জায়গাটিতে চোখ রাখুন। বারে বারে চোখের পলক ফেলতে থাকুন। কী দেখতে পাচ্ছেন? নেগেটিভ ছবি থেকে আসল রঙিন ছবিটিই ভেসে উঠবে চোখের সামনে। আসলে উপরের ছবিটি নীচের ছবির একটি নেগেটিভ ইমেজ ছাড়া আর কিছুই নয়। আপনার মনকে কেন্দ্রীভূত করার জন্য একটি রেফারেন্স পয়েন্ট রাখতে নাকে ওই বিশেষ বিন্দুটি যোগ করা হয়েছে। আজকাল বেশিরভাগ স্মার্টফোনেই নেগেটিভ ছবি তোলার ক্ষমতা সম্পন্ন ক্যামেরা থাকে। এই বৈশিষ্ট্যটি ব্যবহার করে কেউ সহজেই এই ধরণের ছবি তৈরি করতে পারেন।
advertisement

Location :
First Published :
April 26, 2022 11:16 AM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Optical Magic Illusion: ১০ সেকেন্ড তাকান নাকের এই হলুদ বিন্দুর দিকে! চোখ সরালেই ঘটবে ম্যাজিক