আরও পড়ুন- কোভিডে দেশে মোট মৃত ৫,২৩,৬২২ জন! সামান্য হলেও কমেছে দৈনিক সংক্রমণ
২০২১ সালের ২৪ ডিসেম্বর DCGI ১২ থেকে ১৮ বছর বয়সীদের জন্য Covaxin-এর জরুরি ব্যবহারের তালিকা মঞ্জুর করেছিল। বর্তমানে তা দেওয়া হচ্ছে ১৫-১৮ বছর বয়সীদের। DCGI ৫-১২ বছর বয়সী শিশুদের জন্য Corbevax-কেও জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে। Corbevax বর্তমানে ১২-১৪ বছর বয়সী শিশুদের দেওয়া হচ্ছে।
advertisement
জাইডাস ক্যাডিলার ভ্যাকসিন ZycovD ১২ বছরের বেশি বয়সী শিশুদের দু’টি ডোজের জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে।
১৫-১৮ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য কোভিড-১৯ টিকা দেওয়া শুরু হয়েছে এই বছরের ৩ জানুয়ারি থেকে। গত মাসে ১২ বছরের বেশি বয়সী শিশুদের অন্তর্ভুক্ত করা হয় টিকাকরণ অভিযানে।
আরও পড়ুন- ছবিতে লুকিয়ে রয়েছে এক কুকুর, কিন্তু খুঁজে পাচ্ছেন না নেটিজেনরা! আপনি কি পারবেন?
ভারতে ১০ জানুয়ারি থেকে স্বাস্থ্যসেবা এবং ফ্রন্টলাইন কর্মীদের এবং ৬০ বছর বা তার বেশি বয়সের কমোর্বিডিটিতে আক্রান্তদের বুস্টার ডোজ দেওয়া শুরু হয়েছে৷ ১০ এপ্রিল থেকে বেসরকারি টিকা কেন্দ্রে ১৮ বছরের বেশি বয়সী সকলের জন্য COVID-19 টিকার বুস্টার ডোজ অনুমোদিত হয়৷
ভারত গত বছরের ১ এপ্রিল ৪৫ বছরের বেশি বয়সী সকল মানুষের জন্য টিকাকরণ অভিযান শুরু করে। তারপরে গত বছরের মে মাস থেকে ১৮ বছরের বেশি বয়সী প্রত্যেককে টিকা দেওয়ার অনুমতি দিয়ে টিকাকরণ অভিযান সম্প্রসারণের সিদ্ধান্ত নেয়।