TRENDING:

Husband Assaulting Daughter: যৌন হেনস্থা থেকে মেয়েকে বাঁচাতে স্বামীকে খুন মহিলার! বড় নির্দেশ মাদ্রাজ আদালতের

Last Updated:

মাদ্রাজ আদালত জানিয়েছে ধারা ৯৭, ধারা ৩৫৪, ৩৭৫, ৩৫৪-এ, ৩৫৪-বি ধারা যৌন অপরাধের বিরুদ্ধে আত্মরক্ষার অনুমতি দিয়েছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চেন্নাই: আরজি কর কাণ্ডকে ঘিরে বেশ কয়েকদিন ধরেই শুধু রাজ্য নয়, সারা দেশ উত্তাল হয়ে উঠেছে৷ এই সময়ই নজির বিহীন রায় দিল মাদ্রাজ হাইকোর্ট, যৌন হেনস্থা থেকে নিজেকে বা অন্যকে আত্মরক্ষার জন্য কেউ হত্যা করে তাকে শাস্তি দেওয়া হবে না৷
যৌন হেনস্থা থেকে নিজেকে বা অন্যকে আত্মরক্ষার জন্য কেউ হত্যা করে তাকে শাস্তি দেওয়া হবে না, রায় মাদ্রাজ হাইকোর্টের
যৌন হেনস্থা থেকে নিজেকে বা অন্যকে আত্মরক্ষার জন্য কেউ হত্যা করে তাকে শাস্তি দেওয়া হবে না, রায় মাদ্রাজ হাইকোর্টের
advertisement

বিচারপতি জয়চন্দ্রনের বেঞ্চে একটা কেস আসে৷ খুনের কেস৷ একজন মহিলা তাঁর স্বামীকে হত্যা করে৷ কিন্তু গোলমাল দেখা যায়, হত্যার কারণে৷ আদালত জানতে পারে, সেই মহিলার স্বামী মাতাল অবস্থায় তাঁদের ২১ বছর মেয়ের উপর যৌন হেনস্থা করার চেষ্টা করে৷

আরও পড়ুন: ভয়ঙ্কর ঘটনা, অজগরের সামনে মহিলা, তারপর যা ঘটল ভাবতে পারবেন না! জেনে শিউরে উঠবেন

advertisement

৪৮২ সিআরপিসি ধারার অধীনে এই কেসটি আদালতে ওঠে৷ সেখানে বলা হয়৷ মহিলা তাঁর মেয়েকে স্বামীর হাত থেকে বাঁচানোর চেষ্টা করেন৷ জানা গিয়েছে ওই মহিলা শব্দ শুনে দেখে মাতাল স্বামী তাঁর মেয়েকে যৌন হেনস্থা করার চেষ্টা করে৷

মহিলাটি প্রথমে একটা কাঠের ছুড়ি দিয়ে আঘাত করার চেষ্টা করেছিলেন৷ কিন্তু তারপরও তাঁর স্বামী অত্যাচার চালিয়ে যায়৷ তখন আর কোনও উপায় না দেখে হাতুড়ি নিয়ে স্বামীর মাথায় আঘাত করেন৷ আর তাতেই ব্যক্তিটির মৃত্যু ঘটে৷

advertisement

আরও পড়ুন: ও মা এ কোন আয়েশা টাকিয়া! প্লাস্টিক সার্জারির পর ছবি পোস্ট, সমালোচনার সামনে পড়ে এ কী করলেন অভিনেত্রী!

এই ঘটনায় মাদ্রাজ আদালত জানিয়েছে ধারা ৯৭, ধারা ৩৫৪, ৩৭৫, ৩৫৪-এ, ৩৫৪-বি ধারা যৌন অপরাধের বিরুদ্ধে আত্মরক্ষার অনুমতি দিয়েছে৷ মহিলার আইনজীবি আদালতে জানিয়েছেন ৩০২ ধারায় মামলা বিরুদ্ধে মামলা করা পুলিশের ভুল ছিল৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

শেষ অবধি, হাইকোর্টের বিচারপতি জয়চন্দ্রনের বেঞ্চ জানায় যৌন হেনস্থার ঘটনায় নিজেকে বা অন্যকে রক্ষা করার জন্য হত্যা করলেও তাঁকে কোনও রকম শাস্তি দেওয়া হবে না৷ বিচারকের আদেশে শেষ পর্যন্ত সমস্ত অভিযোগ থেকে মুক্তি পায় মহিলা৷

বাংলা খবর/ খবর/দেশ/
Husband Assaulting Daughter: যৌন হেনস্থা থেকে মেয়েকে বাঁচাতে স্বামীকে খুন মহিলার! বড় নির্দেশ মাদ্রাজ আদালতের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল