শনিবার রাঁচিতে তাঁর ধীরজ সাহুর-সহ একাধিক জায়গায় তল্লাশি চালায় আয়কর দফতর। কংগ্রেস সাংসদের বাড়ি থেকে তিন ব্যাগ ভর্তি টাকা উদ্ধার করা হয়। এ ছাড়াও মদ কারখানার এক শীর্ষ কর্তা বান্টি সাহুর বাড়ি থেকে টাকাভর্তি প্রায় ১৯টি ব্যাগ উদ্ধার হয়েছে বলে আয়কর দফতর সূত্রে খবর।
advertisement
জানা গিয়েছে, শনিবার পর্যন্ত ৩৬টি মেশিনে গোনা হচ্ছিল ধীরজ সাহুর বাড়ি থেকে উদ্ধার টাকা। গতকাল রাতে আরও মেশিন আনানো হয় টাকা গোনার জন্যে। এখনও পর্যন্ত বাজেয়াপ্ত টাকার পরিমাণ ৩০০ কোটি টাকার গণ্ডি ছাড়িয়ে গিয়েছে। আরও অন্তত ৫০ টাকা নগদ উদ্ধার হবে বলে মনে করছেন আয়কর আধিকারিকরা।
আরও পড়ুন: ‘চোর’, ‘চোর’ স্লোগান! ধরনা মঞ্চে নাটক, কোন প্রায়শ্চিত্তের অশ্বাস দিলেন কুণাল?
অপরদিকে, বান্টি সাহুর বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে আয়কর দফতর সূত্রে খবর। ওড়িশার বোলাঙ্গির জেলার বিভিন্ন জায়গায় শনিবার তল্লাশি চালাচ্ছে আয়কর দফতরের ১০০ জন আধিকারিক। শনিবার যে টাকা উদ্ধার হয়েছে সেগুলি বোলাঙ্গির জেলার ব্যাঙ্কগুলিতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন এক আয়কর আধিকারিক। দু’দিনের মধ্যে টাকা গোনার কাজ শেষ করার লক্ষ্য নিয়েছে ব্যাঙ্ক। ৫০ জন ব্যাঙ্ককর্মীকে এই কাজে লাগানো হয়েছে।
আয়কর দফতর জানিয়েছে, আপাতত ৪০টি বড় এবং ছোট মেশিনে টাকা গোনার কাজ চলছে সাংসদ ধীরজ সাহুর বাড়িতে। স্থানীয় এসবিআই শাখাকে আয়কর দফতর অনুরোধ করেছে যাতে আরও বেশি সংখ্যক ব্যাঙ্ককর্মীকে টাকা গোনার কাজে নিয়োগ করা যায়। প্রয়োজনে অন্যান্য রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক থেকেও কর্মী পাঠাতে বলা হয়েছে। আয়কর দফতরের আধিকারিকদের কথায়, ‘এত নগদ টাকা দেখে মনে হচ্ছে আমরা যেন কোনও ব্যাঙ্কের স্ট্রং রুমে আছি।’