IT Raid: ৩০০ কোটি টাকা! টাকার পাহাড় গুনতে আরও বাকি, মেশিন ফেল.. আয়কর হানায় রেকর্ড গড়ল দেশ! রেডারে কংগ্রেস সাংসদ
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
সূত্রের খবর, বর্তমানে তিনটি জায়গার ৭টি ঘরে খানা তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর৷ জায়গাগুলির লোকেশন গোপন রাখা হয়েছে৷ কাপবোর্ডের পিছনে লুকিয়ে, আসবাবপত্রের ভিতরে থরে থরে সাজানো ছিল টাকা৷ আয়কর দফতরের তরফে ৩৬টা কাউন্টিং মেশিন দিয়ে গোনা হচ্ছে টাকা৷ মেশিনও দ্রুততার সঙ্গে এত টাকা গুনে উঠতে পারছে না৷ তাই সময় লেগে যাচ্ছে৷
ওড়িশা: ভারতবর্ষের ইতিহাসে এতদিন পর্যন্ত এটা হয়নি৷ ওড়িশা, পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড মিলিয়ে গতকাল থেকে আয়কর দফতর দফায় দফায় যে অভিযান চালাচ্ছে, তাতে এখনও পর্যন্ত উদ্ধার হয়েছে প্রায় ৩০০ কোটি নগদ টাকা৷ সূত্রের খবর, ৯টা লকার এখনও খুলতে বাকি৷ ইতিমধ্যেই ১৯টি ব্যাগে বাজেয়াপ্ত করা হয়েছে কোটি কোটি টাকা৷ গোটা ঘটনায় নাম জড়িয়েছে ঝাড়খণ্ড কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ধীরজ সাহুর৷
প্রসঙ্গত, গতকালই দুর্নীতি ইস্যুতে বিরোধীদের উদ্দেশ্যে তোপ দেগেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, ‘দেশবাসীর উচিত এই নোটের স্তূপের দিকে নজর দেওয়া এবং তারপরে তাঁদের নেতাদের সৎ ‘বক্তৃতা’ শোনা… জনগণের কাছ থেকে যা লুট করা হয়েছে, প্রতিটি পয়সা ফেরত দিতে হবে, এটা মোদির গ্যারান্টি৷’ মোদির এই পোস্টের পরেই আয়কর হানার তৎরপরতা আরও বেড়েছে বলে মনে করা হচ্ছে৷
advertisement
সূত্রের খবর, বর্তমানে তিনটি জায়গার ৭টি ঘরে খানা তল্লাশি চালাচ্ছে আয়কর দফতর৷ জায়গাগুলির লোকেশন গোপন রাখা হয়েছে৷ কাপবোর্ডের পিছনে লুকিয়ে, আসবাবপত্রের ভিতরে থরে থরে সাজানো ছিল টাকা৷ আয়কর দফতরের তরফে ৩৬টা কাউন্টিং মেশিন আনা হয়েছে। সেগুলি দিয়েই টাকা গোনার কাজ চলছে৷ মেশিনও দ্রুততার সঙ্গে এত টাকা গুনে উঠতে পারছে না৷ তাই সময় লেগে যাচ্ছে৷
advertisement
advertisement
আরও পড়ুন: মোদিকে তিন দিন ‘সময় দিলেন’ মমতা! কাজ না হলেই…এবার সরাসরি চ্যালেঞ্জ মুখ্যমন্ত্রীর! আবারও দিল্লিতে ধর্না?
এছাড়াও, কংগ্রেস সাংসদের বাড়ি থেকে তিন ব্যাগ ভর্তি টাকা উদ্ধার হয়েছে। মদ কারখানার এক শীর্ষ কর্তা বান্টি সাহুর বাড়ি থেকে টাকাভর্তি প্রায় ১৯টি ব্যাগ উদ্ধার হয়েছে বলে আয়কর দফতর সূত্রে খবর। বান্টি সাহুর বাড়ি থেকে ২০ কোটি টাকা উদ্ধার হয়েছে বলে আয়কর দফতর সূত্রে খবর।
advertisement
বৌধ ডিস্টিলারির বিভিন্ন সংস্থা এবং এই সংস্থারই রাইস মিলে এই তল্লাশি চালানো হচ্ছে৷ এই সংস্থার সঙ্গে কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর যোগাযোগ রয়েছে বলে জানিয়েছেন আয়কর আধিকারিকেরা৷ এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ছিলেন কংগ্রেস সাংসদের ছেলে রীতেশ সাহু৷ দাদা উদয় শঙ্কর প্রসাদ সংস্থার চেয়ারম্যান৷ ধীরজ সাহুর রাঁচীর বাড়িতেও তল্লাশি চালিয়েছেন আয়কর দফতরের আধিকারিকেরা৷
advertisement
আরও পড়ুন: অস্ত্র সুকান্ত ভট্টাচার্যের কবিতা! বাঙালির লাল পাড় সাদা শাড়িতে ‘রণংদেহী’ মহুয়ার হুঙ্কার, ‘…তােদের চিতা আমি তুলবোই!’
এক আয়কর আধিকারিক জানান, ‘‘এই কোম্পানির ২০১৯ এবং ২০২১ সালের নথিপত্র দেখেই আমাদের সন্দেহ হয়েছিল৷ ক্রমাগত, কম লাভ দেখানো হয়েছিল সংস্থার তরফে৷ ব্যালান্স শিটেও গরমিল ছিল৷ সেই কারণেই আয়কর হানার সিদ্ধান্ত৷’’ তিনি জানান, এই তল্লাশি শনিবারও চলবে এবং শুধু ৩০০ কোটি নয়, উদ্ধার হওয়া টাকার অঙ্ক আরও বাড়বে বলে অনুমান আধিকারিকদের৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Odisha
First Published :
December 09, 2023 3:51 PM IST