'চোর', 'চোর' স্লোগান! ধরনা মঞ্চে নাটক, কোন প্রায়শ্চিত্তের অশ্বাস দিলেন কুণাল?

Last Updated:

নিয়োগের দাবিতে গত এক হাজার দিন ধরে রাস্তায় বসে আন্দোলন করছেন এসএলএসটি-র নবম-দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা৷

মাথা মুড়িয়ে প্রতিবাদ মহিলা চাকরিপ্রার্থীর৷ ধরনা মঞ্চে কুণাল ঘোষ (ডানদিকে)৷
মাথা মুড়িয়ে প্রতিবাদ মহিলা চাকরিপ্রার্থীর৷ ধরনা মঞ্চে কুণাল ঘোষ (ডানদিকে)৷
কলকাতা: এসএলএসটি চাকরিপ্রার্থীদের আন্দোলনের ১০০০ তম দিনে ধরনা মঞ্চে চরম নাটক৷ প্রথমে দুই চাকরিপ্রার্থী মাথা ন্যাড়া করে প্রতিবাদ এবং তারপরে রাজনৈতিক দলের নেতাদের আনাগোনায় ধরনামঞ্চে চরম উত্তেজনা তৈরি হল৷ তৃণমূল নেতা কুণাল ঘোষকে কেন্দ্র করে উঠল ‘চোর’, ‘চোর’ স্লোগান৷
শেষ পর্যন্ত অবশ্য কুণাল ঘোষের মধ্যস্থতাতেই চাকরিপ্রার্থীদের প্রতিনিধি দলের সঙ্গে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর বৈঠক স্থির হয়েছে৷ আগামী ১১ তারিখ কুণালের সঙ্গে সাত জন চাকরিপ্রার্থী শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে গিয়ে নিজেদের চাকরির দাবি জানাবেন৷
এ দিন সকালে প্রথমে মাথা ন্যাড়া করে প্রতিবাদ জানান এক পুরুষ এবং এক মহিলা চাকরিপ্রার্থী৷ এই ছবি ছড়িয়ে পড়তেই একে একে রাজনৈতিক দলের নেতারা ধর্মতলায় গান্ধি মূর্তির সামনে আন্দোলনকারীদের মঞ্চে জড়ো হতে থাকেন৷ প্রথমে সেখানে পৌঁছন বিজেপি নেতারা৷ এর পর সেখানে পৌঁছন বিমান বসুর নেতৃত্বে বাম প্রতিনিধি দল৷ পৌঁছন কৌস্তভ বাগচি সহ কংগ্রেস নেতৃত্বও৷
advertisement
advertisement
এরই মধ্যে তৃণমূল নেতা কুণাল ঘোষ সেখানে পৌঁছলে উত্তেজনা বাড়ে৷ কুণালকে দেখে কংগ্রেস নেতা কৌস্তভ বাগচি দাবি করেন, কেন সরকারের কোনও প্রতিনিধি সেখানে যাননি৷ বিজেপি কর্মী এবং আন্দোলনকারীদের কয়েকজন চোর চোর স্লোগানও দিতে শুরু করেন৷
এই উত্তেজনার মধ্যেই মঞ্চের নীচে বসে আন্দোলনকারীদের সঙ্গে কথা শুরু করেন কুণাল৷ ঘটনাস্থল থেকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ফোন করেন কুণাল ঘোষ৷ সিদ্ধান্ত হয়, নিজেদের দাবি নিয়ে সোমবার শিক্ষামন্ত্রীর কাছে যাবে আন্দোলনকারীদের সাত জন প্রতিনিধি৷ কুণালের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন চাকরিপ্রার্থীরাও৷
advertisement
পরে কুণাল বলেন, ‘এরা যোগ্য, উপযুক্ত৷ কোনও একটি জটিলতার কারণে এদের চাকরি আটকে আছে৷ বিষয়টি আদালতে বিচারাধীন৷ মাননীয় মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী চান ওদের চাকরি হোক৷ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওদের সঙ্গে কথা বলে উদ্যোগ নিয়েছিলেন৷ আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করি৷ অভিষেক, মমতাদি চান জট খুলুক৷ আজকে যখন দেখলাম ওরা চুল বিসর্জন দিচ্ছে, তখন মনে হল ওদের মধ্যে এসে ওদের সঙ্গে বসি৷ আমি সম্পূর্ণ মানবিকতার খাতিরে এখানে এসেছি৷ শিক্ষামন্ত্রীর কাছে ওঁরা কয়েকটি দাবি নিয়ে যেতে চান৷ ওঁরা মুখোমুখি নিজেদের বক্তব্য পেশ করতে চায়৷ সোমবার বিকেল ৩টের সময় মাননীয় শিক্ষামন্ত্রী ওদের সঙ্গে কথা বলবেন৷ পাপ কেউ করলে সরকারই প্রায়শ্চিত্ত করবে৷ মুখোমুখি আলোচনা হলে নিশ্চয়ই জট কাটবে৷ আমি এই মঞ্চটাকে রাজনীতির মঞ্চ করতে চাইনি৷ যদি কেউ মনে করেন স্লোগান দিয়ে চাকরি হবে তাহলে করতে পারেন৷ তবে এত অবিচারের পরেও এরা সহযোগিতা করছেন৷ সরকারের পক্ষ থেকে কোনও ভুল হলে সরকারই প্রায়শ্চিত্ত করবে৷ সেটা ওনারাও জানেন৷’
advertisement
নিয়োগের দাবিতে গত এক হাজার দিন ধরে রাস্তায় বসে আন্দোলন করছেন এসএলএসটি-র নবম-দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির চাকরিপ্রার্থীরা৷ ২০১৬ সালে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়৷ কিন্তু প্যানেলের তালিকাভুক্ত হয়েও এই চাকরিপ্রার্থীদের নিয়োগ হয়নি বলে অভিযোগ৷
বাংলা খবর/ খবর/কলকাতা/
'চোর', 'চোর' স্লোগান! ধরনা মঞ্চে নাটক, কোন প্রায়শ্চিত্তের অশ্বাস দিলেন কুণাল?
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement