TRENDING:

৩৫৪ কোটি টাকা কোথা থেকে এল? অবশেষে মুখ খুললেন ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ

Last Updated:

কংগ্রেস সাংসদের দাবি, তাঁরা ছয় ভাই৷ পরিবারও অনেক বড়৷ তাঁর বাকি পাঁচ ভাই এবং তাঁদের সন্তানরা মিলেই ব্যবসার বিভিন্ন দিক দেখাশোনা করেন৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রাঁচি: তাঁর বাড়ি, মদের কারখানায় তল্লাশিতে উদ্ধার হয়েছে ৩৫০ কোটি টাকারও বেশি৷ গোটা দেশের মানুষ হা করে টেলিভিশনের পর্দায় দেখেছেন, কীভাবে ঘরের ভিতরে থরে থরে সাজানো রয়েছে ৫০০ টাকার নোটের বান্ডিল৷ কিন্তু সেই আয়কর হানার ঘটনায় মূল অভিযোগ যাঁর বিরুদ্ধে সেই কংগ্রেস সাংসদ ধীরজ সাহুর কোনও প্রতিক্রিয়া এতদিন পাওয়া যায়নি৷
কংগ্রেস সাংসদ ধীরজ সাহু৷
কংগ্রেস সাংসদ ধীরজ সাহু৷
advertisement

অবশেষে আয়কর তল্লাশির দশ দিন পর মুখ খুললেন ধীরজ সাহু৷ দাবি করলেন, যে অর্থ বেআইনি বলে অভিযোগ করে আয়কর দফতর বাজেয়াপ্ত করেছে, তা সরাসরি তাঁর নয়৷ রাজ্যসভার কংগ্রেস সাংসদের আরও দাবি, তাঁর পরিবারও ব্যবসার দেখাশোনা করে৷ ফলে যে অর্থ উদ্ধার হয়েছে তা যে সংস্থাগুলিতে আয়কর অভিযান চলেছে, সেই সমস্ত সংস্থারই টাকা৷ একই সঙ্গে কংগ্রেস সাংসদ স্পষ্ট করেছেন এই টাকার সঙ্গে কংগ্রেস অথবা কোনও রাজনৈতিক দলের যোগ নেই৷

advertisement

আরও পড়ুন: প্রেমিকাকে গাড়ির চাকায় পিষে দিল উচ্চপদস্থ আমলার ছেলে! মহারাষ্ট্রে মারাত্মক অভিযোগ

গত ৬ ডিসেম্বর থেকে বউধ ডিস্টিলারি প্রাইভেট লিমিটেড এবং তার সহযোগী সংস্থাগুলির বিরুদ্ধে অভিযানে নামে আয়কর দফতর৷ ওই সব সংস্থারই মালিকানা রয়েছে কংগ্রেস সাংসদ ধীরজ সাহু এবং তাঁর পরিবারের বিরুদ্ধে৷ ওড়িশা এবং ঝাড়খণ্ডে একযোগে তল্লাশিতে উদ্ধার হয় প্রায় ৩৫৪ কোটি টাকা৷ আয়কর দফতর দাবি করেছে, স্বাধীনতার পর ভারতে একসঙ্গে এত বিপুল পরিমাণ অর্থ কোনও অভিযানে উদ্ধার হয়নি৷

advertisement

এই অর্থ উদ্ধারের ঘটনায় স্বভাবতই দুর্নীতি ইস্যুতে কংগ্রেসকে নিশানা করে বিজেপি৷ এমন কি, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও কংগ্রেসকে খোঁচা দিতে ছা়ড়েননি৷

তার উপর অভিযুক্ত সাংসদ ধীরজ সাহু মুখ না খোলায় কংগ্রেসের অস্বস্তি আরও বাড়ছিল৷ সাহু অবশ্য সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, তিনি প্রায় ৩৫ বছর ধরে রাজনীতিতে রয়েছেন৷ কিন্তু এই প্রথমবার তাঁর বিরুদ্ধে এই ধরনের কোনও অভিযোগ উঠল৷ কংগ্রেস সাংসদের কথায়, ‘আমি খুবই ব্যথিত৷ আমি জোর দিয়ে বলতে পারি সব টাকাই আমার সংস্থা থেকে উদ্ধার হয়েছে৷ আমরা প্রায় ১০০ বছর ধরে মদ তৈরির ব্যবসার সঙ্গে যুক্ত৷ আমি রাজনীতি নিয়ে ব্যস্ত থাকি এবং ব্যবসায় সেভাবে নজর দিই না৷ আমার পরিবারের সদস্যরাই ব্যবসার দেখাশোনা করে৷ আমি শুধুমাত্র মাঝেমধ্যে সব ঠিকঠাক চলছে কি না খোঁজ নিয়ে নিতাম৷’

advertisement

কংগ্রেস সাংসদের দাবি, তাঁরা ছয় ভাই৷ পরিবারও অনেক বড়৷ তাঁর বাকি পাঁচ ভাই এবং তাঁদের সন্তানরা মিলেই ব্যবসার বিভিন্ন দিক দেখাশোনা করেন৷ তবে তাঁদের ব্যবসা একেবারেই স্বচ্ছ বলে দাবি করেছেন সাহু৷

সেরা ভিডিও

আরও দেখুন
দেখতে সাধারণ, স্বাদে লাজবাব, বাজারেও ব্যাপক চাহিদা! এবার পুকুরেই চাষ হবে 'এই' মাছ
আরও দেখুন

সাহুর দাবি, যে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়েছে তা আসলে মদ বিক্রি করে পাওয়া৷ কারণ অধিকাংশ ক্ষেত্রে নগদে মদ কেনাবেচা হয়৷ ফলে ওই টাকার সঙ্গে কংগ্রেস অথবা অন্য কোনও দলের যোগ নেই৷ কংগ্রেস সাংসদ জানিয়েছেন, তাঁর পরিবারের সদস্যরাও প্রয়োজনে আয়কর দফতরের প্রশ্নের উত্তর দেবেন৷ তাঁরা আয়কর দফতরকে সবরকম সহযোগিতা করতেও তৈরি বলে দাবি করেছেন সাহু৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
৩৫৪ কোটি টাকা কোথা থেকে এল? অবশেষে মুখ খুললেন ঝাড়খণ্ডের কংগ্রেস সাংসদ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল