TRENDING:

Sonia Gandhi Requests ED To Postpone Questioning: "আরও সময় প্রয়োজন," হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ইডির কাছে সময় চাইলেন সনিয়া!

Last Updated:

ED National Herald Case: বুধবার রাহুল বলেন, “ইডি-ফিডিতে আমি ভয় পাই না। পাঁচবার কেন, আমাকে যতবার ডাকা হবে, ততবার যাব।"

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ন্যাশনাল হেরাল্ড পত্রিকার সঙ্গে যুক্ত আর্থিক তছরুপের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের সামনে হাজির হতে আরও খানিক সময় চেয়েছেন কংগ্রেস প্রধান সনিয়া গান্ধি। কিছুদিন আগেই কোভিড আক্রান্ত হয়েছিলেন কংগ্রেস সুপ্রিমো। কোভিড-১৯ সংশ্লিষ্ট স্বাস্থ্য সমস্যার জন্য হাসপাতালেও ভর্তি ছিলেন সনিয়া। এক সপ্তাহেরও বেশি সময় হাসপাতালে থাকার পর দুই দিন আগে তাঁকে ছেড়ে দেওয়া হয়।
Congress Supremo Sonia Gandhi
Congress Supremo Sonia Gandhi
advertisement

আরও পড়ুন- "আমি মাটির মেয়ে": বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়ে অভিভূত দ্রৌপদী মুর্মু!

গত ২ জুন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন সনিয়া গান্ধি। ওই নির্দিষ্ট মামলায় জিজ্ঞাসাবাদের জন্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) কাছে আরও সময় চেয়েছিলেন তিনি। গত ৮ জুন তাঁর ইডির সামনে হাজির হওয়ার কথা ছিল। আরও সময় চাওয়ার অনুরোধে রাজিও হয় ইডি। শ্বাসকষ্টের সমস্যা নিয়ে ১২ জুন স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছিল সনিয়া গান্ধিকে।

advertisement

অন্যদিকে, পাঁচদিনে প্রায় ৫৫ ঘণ্টা ইডির জেরার মুখে পড়তে হয়েছে সনিয়া পুত্র রাহুল গান্ধিকে। মঙ্গলবারও গভীর রাত পর্যন্ত চলেছে জেরা পর্ব। ন্যাশনাল হেরাল্ড মামলায় টানা পাঁচদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে কংগ্রেস সাংসদকে।

আরও পড়ুন- "লাইব্রেরি যাও, খবরের কাগজ পড়ো": পড়ুয়াদের পরামর্শ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের!

বুধবার একটি জনসভায় অংশ নিয়ে রাহুল বলেন, “ইডি-ফিডিতে আমি ভয় পাই না। পাঁচবার কেন, আমাকে যতবার ডাকা হবে, ততবার যাব। কংগ্রেস এই জিজ্ঞাসাবাদে ভয় পায় না।” ন্যাশনাল হেরাল্ড মামলায় গান্ধিদের ভূমিকা খতিয়ে দেখছে ইডি৷ কংগ্রেসের মুখপাত্র ন্যাশনাল হেরাল্ড সংবাদপত্র যে সংস্থা চালাতো, সেই এজেএল-কে অধিগ্রহণ করে ইয়ং ইন্ডিয়ান৷ ইয়ং ইন্ডিয়ান এজেএল-এর প্রায় ৮০০ কোটির সম্পত্তি অধিগ্রহণ করে বলে দাবি আয়কর দফতরের৷ তাদের অভিযোগ, এর জন্য ইয়ং ইন্ডিয়ানের শেয়ার হোল্ডার রাহুল এবং সনিয়া গান্ধিকে কর দিতে হবে৷ কংগ্রেসের পাল্টা দাবি, ইয়ং ইন্ডিয়ান একটি অলাভজনক প্রতিষ্ঠান৷ ফলে এই সংস্থার সম্পদ থেকে শেয়ার হোল্ডারদের কোনও আর্থিক লাভ হয় না৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

ইডি’র অভিযোগ, ইয়ং ইন্ডিয়ান সংস্থা কোনও সমাজসেবামূলক কাজ করেনি৷ শুধুমাত্র এজেএল-এর ঋণ পরিশোধ করেছে৷ কংগ্রেসের পালটা যুক্তি, সংবাদপত্র চালানোটাই সমাজসেবার মধ্যে পড়ে৷ আয়কর দফতরে নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলাও চলছে৷

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Sonia Gandhi Requests ED To Postpone Questioning: "আরও সময় প্রয়োজন," হাসপাতাল থেকে ছাড়া পেয়ে ইডির কাছে সময় চাইলেন সনিয়া!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল