Yogi Advices Students to Read Newspapers: "লাইব্রেরি যাও, খবরের কাগজ পড়ো": পড়ুয়াদের পরামর্শ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
UP Chief Minister Yogi Adityanath: আদিত্যনাথের পরামর্শ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি পড়ুয়াদের জন্য যে প্রকল্পগুলি শুরু করেছেন তার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে এই পোস্টকার্ড পাঠানো উচিত।
#লখনউ: উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বুধবার পড়ুয়াদের লাইব্রেরিতে যাওয়ার এবং নিয়মিত সংবাদপত্র পড়ার পরামর্শ দিয়েছেন। এই অভ্যাস তাঁদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুত করতে সহায়তা করবে বলে মনে করেন যোগী। মুখ্যমন্ত্রী তাঁর বাসভবনে উত্তর প্রদেশ বোর্ড পরীক্ষার দ্বাদশ শ্রেণির দশজন মেধাবী পড়ুয়ার সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ জানান, রাজ্য এবং কেন্দ্রীয় সরকার বিভিন্ন প্রকল্প শুরু করেছে যা শিক্ষার্থীদের নানা সুবিধা পেতে সাহায্য করেছে। শুধু তাই নয়, আদিত্যনাথের পরামর্শ, পড়ুয়াদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পোস্টকার্ড পাঠানো উচিত। মোদি তাঁদের জন্য যে প্রকল্পগুলি শুরু করেছেন তার জন্য তাঁকে ধন্যবাদ জানিয়ে এই পোস্টকার্ড পাঠানো উচিত বলেও জানান তিনি।
advertisement
advertisement
“সংবাদপত্র পড়ে, তোমরা আগামী প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আপডেটেড থাকবে,” পড়ুয়াদের উদ্দেশ্যে বলেন মুখ্যমন্ত্রী। এই মেধাবী পড়ুয়াদের সঙ্গে মতবিনিময়কালে উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক সহ অন্যান্য মন্ত্রীরাও উপস্থিত ছিলেন।
মুখ্যমন্ত্রী পড়ুয়াদের সঙ্গে তাঁদের পরীক্ষার প্রস্তুতির উপায় নিয়ে আলোচনা করেন এবং তাঁদের স্কুলের অধ্যক্ষদেরকে বোর্ড পরীক্ষার জন্য ছাত্র ছাত্রীদের প্রস্তুত করার কৌশল সম্পর্কেও জিজ্ঞাসা করেন।
advertisement
প্রতিযোগিতামূলক পরীক্ষার কোচিং দেওয়ার জন্য রাজ্য সরকারের ‘অভূদয় স্কিম’ সম্পর্কে কথা বলতে গিয়ে যোগী আদিত্যনাথ বলেন, “প্রকল্পটি পড়ুয়াদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা, যাতে তাঁরা অংশগ্রহণ করার পরিকল্পনা করছে তার জন্য প্রস্তুত করবে।”
মঙ্গলবার অনুষ্ঠিত যোগ দিবস উদযাপনে, মুখ্যমন্ত্রী যোগী জানিয়েছেন, শরীর এবং মন সুস্থ রাখার জন্য অবশ্যই সমস্ত মানুষকেই যোগাভ্যাস অনুশীলন করতে হবে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2022 3:14 PM IST