BJP Presidential Candidate Droupadi Murmu: "আমি মাটির মেয়ে": বিজেপির রাষ্ট্রপতি পদপ্রার্থী হয়ে অভিভূত দ্রৌপদী মুর্মু!
- Published by:Madhurima Dutta
- news18 bangla
Last Updated:
President Election 2022: দ্রৌপদী জানান রাষ্ট্রপতি পদের জন্য একজন উপজাতীয় মহিলাকে মনোনীত করার যে সিদ্ধান্ত বিজেপি নিজেছে তা ‘সবকা সাথ, সবকা বিকাশ অউর সবকা বিশ্বাস’ স্লোগানেরই প্রতিফলন।
Droupadi Murmu: তিনি মাটির মেয়ে। তাই দলীয় প্রতিবন্ধকতা পেরিয়ে ওড়িশার সমস্ত বিধায়ক এবং সাংসদের সমর্থন পাওয়ার বিষয়ে তিনি আশাবাদী। মঙ্গলবার এমনটাই জানিয়েছেন ক্ষমতাসীন এনডিএ-র রাষ্ট্রপতি পদপ্রার্থী দ্রৌপদী মুর্মু বলেছেন। আদিবাসী নেত্রী থেকে রাজ্যপাল হওয়া দ্রৌপদী জানিয়েছেন, টেলিভিশন মারফত তাঁর রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার খবর জানতে পেরে তিনি অবাক এবং আনন্দিত! “আমি যেমন বিস্মিত, তেমনই আনন্দিত। প্রত্যন্ত ময়ূরভঞ্জ জেলার একজন উপজাতীয় মহিলা হিসাবে আমি দেশের শীর্ষ পদের প্রার্থী হওয়ার কথা ভাবিওনি,” মঙ্গলবার তাঁর রায়রংপুরের বাসভবনে সাংবাদিকদের বলেন দ্রৌপদী মুর্মু।
দ্রৌপদী জানান রাষ্ট্রপতি পদের জন্য একজন উপজাতীয় মহিলাকে মনোনীত করার যে সিদ্ধান্ত বিজেপি নিয়েছে তা ‘সবকা সাথ, সবকা বিকাশ অউর সবকা বিশ্বাস’ স্লোগানেরই প্রতিফলন। আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তিনি রাজ্যের ক্ষমতাসীন বিজেডির সমর্থন পাবেন কি না জিজ্ঞাসা করা হলে দ্রৌপদী মুর্মু বলেন, “আমি ওড়িশা বিধানসভার সমস্ত সদস্য এবং সাংসদদের সমর্থন পাওয়ার ব্যাপারে আশাবাদী।”
advertisement
advertisement
দ্রৌপদী আরও বলেন, “আমি মাটির মেয়ে। একজন ওড়িয়া হিসাবে আমাকে সমর্থন করার জন্য সকল সদস্যকে অনুরোধ করার অধিকার আমার আছে।” সাঁওতাল সম্প্রদায়ে জন্মগ্রহণকারী দ্রৌপদী মুর্মু ১৯৯৭ সালে রায়রাংপুর নগর পঞ্চায়েতের কাউন্সিলর হিসাবে নিজের রাজনৈতিক কর্মজীবন শুরু করেন এবং ২০০০ সালে BJD-BJP সরকারের মন্ত্রী এবং পরে ২০১৫ সালে ঝাড়খণ্ডের রাজ্যপাল নির্বাচিত হন।
advertisement
রায়রাংপুরের প্রাক্তন বিধায়ক দ্রৌপদী মুর্মু বলেন, “আমি এই সুযোগ আশা করিনি। প্রতিবেশী ঝাড়খণ্ডের রাজ্যপাল হওয়ার পর আমি ছয় বছরের বেশি কোনও রাজনৈতিক অনুষ্ঠানে যোগ দিইনি। আশা করি সবাই আমাকে সমর্থন করবেন।”
রাষ্ট্রপতি পদের জন্য দ্রৌপদীর প্রার্থী হওয়ার খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে এবং বিশেষ করে ময়ূরভঞ্জ জেলায় উদযাপন শুরু হয়ে যায়। তাঁকে অভিনন্দন জানাতে বিপুল সংখ্যক মানুষ ও দলীয় নেতাকর্মীরা তাঁর বাসভবনে জড়ো হন। সাঁওতালি সমর্থকরাও নিজেদের ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্র নিয়ে দ্রৌপদীর বাড়ির বাইরে জড়ো হয়ে উদযাপন করেন।
advertisement
বারগড়ের বিজেপি সাংসদ সুরেশ পূজারি বলেন, “এখানকার একজন আদিবাসী মহিলাকে রাষ্ট্রপতি প্রার্থী করার দলের সিদ্ধান্তে আমরা সবাই অভিভূত। এই প্রথম মাটির মেয়ে এই পদ পাবে।” কেন্দ্রীয় উপজাতি বিষয়ক মন্ত্রী বিশ্বেশ্বর টুডু বলেন, “আমি বিশেষভাবে খুশি কারণ দ্রৌপদী মুর্মু আমার লোকসভা কেন্দ্রের অন্তর্গত এবং আমার আদিবাসী সম্প্রদায়েরও মানুষ।”
রাজনৈতিক মহলের অন্দরের ইঙ্গিত, দেশের শীর্ষ পদের জন্য দ্রৌপদী মুর্মুর নাম প্রস্তাব করার আগে মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে পরামর্শ করেছে বিজেপি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 22, 2022 12:28 PM IST