TRENDING:

বিষধর সাপের ছোবল খেয়ে তাকেই পাল্টা দংশন! ৮ বছরের বালকের কামড়ে মৃত্যু কেউটের

Last Updated:

Snake Bite: নিজেকে বাঁচাতে সাপের গায়ে কামড় দেয় মরিয়া দীপক

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়পুর : একেই বলে চেনা ছবির উলটপুরাণ৷ ছত্তীসগঢ়ে ৮ বছরের বালকের কামড়ে মৃত্যু হল বিষধর কেউটের৷ এই ঘটনা রায়পুর থেকে ৩৫০ কিমি দূরে যশপুর জেলার পন্দারপড় গ্রামের৷ সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে ওই বালকের ডান হাতে আষ্টেপৃষ্টে জড়িয়ে ধরেছিল সাপটি৷ নিজেকে বাঁচাতে সাপের গায়ে কামড় দেয় মরিয়া দীপক৷ সোমবার এই ভয়াবহ ঘটনা ঘটে দীপকের বাড়িতেই৷ সে সময় উঠোনে খেলছিল সে৷
প্রতীকী ছবি
প্রতীকী ছবি
advertisement

অসমসাহসী দীপক জানায়, প্রথমে তাকে কামড়ায় সাপটি৷ তার পর তার ডান হাত পেঁচিয়ে ধরে৷ সাপের ছোবলের তীব্র যন্ত্রণার কথাও জানিয়েছে সে৷ সাপটিকে হাত থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করেছিল দীপক৷ কিন্তু পারেনি৷ তার পর বাধ্য হয়ে সে দু’বার কামড়ায় কেউটেকেই৷ পুরো ঘটনাই হয়ে গিয়েছে চোখের পলকের নিমেষে৷

দীপকের কথায়, ‘‘সাপটা আমার হাতকে পেঁচিয়ে ধরে ছোবল দেয়৷ আমার খুব যন্ত্রণা হচ্ছিল৷ আমি হাত ঝেড়ে সাপকে ফেলে দেওয়ার চেষ্টা করি৷ কিন্তু সেটা যায়নি৷ তার পর আমি সাপের গায়ে দুবার কামড় দিই৷ সবটাই ঘটে চোখের নিমেষে৷’’

advertisement

আরও পড়ুন : জীবন বার বার দাঁড় করিয়েছে মৃত্যুর মুখোমুখি, সংগ্রামের প্রথম দিন থেকেই ঐন্দ্রিলা মৃত্যুঞ্জয়ী

এই ঘটনার পর তড়িঘড়ি দীপককে হাসপাতালে নিয়ে যায় তার বাড়ির লোক৷ চিকিৎসকরা সঙ্গে সঙ্গে অ্যান্টি স্নেক ভেনম প্রতিষেধক দেন তাকে৷ তার পর একদিন হাসপাতালে পর্যবেক্ষণে রেখে দীপককে বাড়িতে পাঠানো হয়৷ জানিয়েছেন ব্লকের মেডিক্যাল অফিসার জেমস মিঞ্জ৷

advertisement

আরও পড়ুন :  রবিবার ভারতকে হারালেই জিম্বাবোয়ের যুবককে বিয়ে, পাকিস্তানি অভিনেত্রীর ট্যুইট এখনই হাসির খোরাক

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে দীপকের মধ্যে সাপে কাটা রোগীর কোনও লক্ষণ বা উপসর্গ ছিল না৷ সে দ্রুত সুস্থও হয়ে উঠেছে৷ সর্প বিশেষজ্ঞ কাইজার হুসেন জানিয়েছেন, দীপকের ক্ষেত্রে ড্রাই বাইট হয়েছে৷ অর্থাৎ যেখানে বিষধর সাপ কামড়ায় কিন্তু কোনও বিষ বার হয় না৷ সেক্ষেত্রে শুধু ত্বকে দংশনের চিহ্ন থাকে৷ তবে যন্ত্রণা এই দংশনেও থাকে৷ প্রাণের ঝুঁকি অনেকটা এড়ানো যায়৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
বিষধর সাপের ছোবল খেয়ে তাকেই পাল্টা দংশন! ৮ বছরের বালকের কামড়ে মৃত্যু কেউটের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল