রবিবার ভারতকে হারালেই জিম্বাবোয়ের যুবককে বিয়ে, পাকিস্তানি অভিনেত্রীর ট্যুইট এখনই হাসির খোরাক
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
Pakistani actor Shirin Shinwari: এ বার তিনি নিজেই নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার
পাকিস্তানি অভিনেত্রী শেহর শিনওয়ারির ট্যুইট এখন নেটিজেনদের আলোচনার কেন্দ্রে৷ তিনি ট্যুইট করেছেন টি-২০ বিশ্বকাপে আসন্ন ভারত-জিম্বাবোয়ে ম্যাচ নিয়ে৷ শেহরের বক্তব্য, যদি জিম্বাবোয়ে ওই ম্যাচে ভারতকে হারাতে পারে, তাহলে তিনি জিম্বাবোয়ের কোনও যুবককে বিয়ে করবেন৷
বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে রবিবার, ৬ নভেম্বর মুখোমুখি হবে ভারত ও জিম্বাবোয়ে৷ তার আগে বুধবার ভারত বাংলাদেশ ম্যাচের সময় শেহর ক্রমাগত ট্যুইট করে যাচ্ছিলেন ভারতের পরাজয় দেখতে চেয়ে৷ এ বার তিনি নিজেই নেটিজেনদের ট্রোলিংয়ের শিকার৷
যে ট্যুইট ঘিরে এত কাণ্ড, সেখানে শেহর বলেছেন ‘‘আমি জিম্বাবোয়ের কোনও যুবককে বিয়ে করব, যদি রবিবার সে দেশের ক্রিকেট দল আশ্চর্যজনক ভাবে হলেও ভারতকে হারিয়ে দেয়৷’’ তার ট্যুইট লাইক করেছেন ৮৫০-এর বেশি ট্যুইটারেত্তি৷ করা হয়েছে ৪৯ বার রিট্যুইট৷
advertisement
advertisement
আরও পড়ুন : বাংলাদেশের কি বিশ্বকাপ সেমিফাইনালে ওঠার সম্ভাবনা রয়েছে? দেখে নিন
সামাজিক মাধ্যমে তাঁকে নিশানা করে পাল্টা বলা হয়েছে ‘‘তাহলে দুঃখিত! আপনি সারা জীবন একাই থেকে গেলেন৷’’ আর একজন অভিনেত্রীকে মনে করিয়ে দিয়েছেন তাঁর পুরনো ট্যুইটের কথা, যে তিনি বলেছিলেন ভারত যদি বাংলাদেশকে হারায়, তাহলে নিজের ট্যুইটার অ্যাকাউন্টই ডিলিট করে দেবেন! এর আগেও তিনি একাধিকবার আক্রমণ করেছেন ভারতীয় দলকে৷
advertisement
I'll marry a Zimbabwean guy, if their team miraculously beats India in next match 🙂
— Sehar Shinwari (@SeharShinwari) November 3, 2022
টি-২০ বিশ্বকাপে পাকিস্তানকে জিম্বাবোয়ে ১ রানে হারিয়ে দেওয়ার পর শেহরের ট্যুইট এখন নেট মহলে হাসির খোরাক৷ পারথে ওই ম্যাচ ছিল রুদ্ধশ্বাস৷ উত্তেজনা ও রোমাঞ্চ বজায় ছিল শেষ বল পর্যন্ত৷ টসে জিতে ব্যাট করতে নেমে জিম্বাবোয়ে ৮ উইকেটে ১৩০ রান তোলে৷ জবাবে পাকিস্তানের ইনিংস শেষ হয়ে যায় ৮ উইকেটে ১২৯ রানে৷ এই পরাজয় পাকিস্তানকে দাঁড় করিয়েছে খাদের মুখে৷
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 03, 2022 3:13 PM IST