advertisement
ভারতের প্রতি গেইলের ভালোবাসা এর আগেও একাধিকবার দেখা গিয়েছে। এদিন ভারতবাসীকে প্রজাতন্ত্র দিবসের শুভেচ্ছা জানিয়ে ট্যুইটারে গেইল লেখেন, ''আমি ভারতকে ৭৩তম প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা জানাতে চাই। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত মেসেজে আমার ঘুম ভাঙল, যা ভারতের জনগণ এবং ওঁর সঙ্গে আমার ব্যক্তিগত সম্পর্কের পরিচয়বাহক হয়ে রইল। ইউনিভার্স বসের তরফ থেকে অনেক শুভেচ্ছা এবং প্রচুর ভালবাসা।’
আরও পড়ুন: ভোরে পরিবারের চারজন গেলেন কয়লা আনতে, ফিরল মৃতদেহ! লাউদোহায় বীভৎস কাণ্ড
ওয়েস্ট ইন্ডিজের খেলোয়ার হলেও বছরের পর বছর ধরে এদেশে আইপিএল এবং বিভিন্ন আন্তর্জাতিক টুর্নামেন্ট খেলে চলেছেন গেইল। ভারতীয়দের প্রতি তাঁর ভালোবাসার কথা এর আগেও একাধিক বার নানা ক্ষেত্রে জানিয়েওছেন ইউনিভার্স বস। ভারতীয়রাও সমানভাবে ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ধ্বংসাত্মক এই ব্যাটসম্যানকে। তবে, এবারের আইপিএল তালিকায় নেই গেইলের নাম। যদিও আইপিএল ইতিহাসে ক্রিস গেইলের নাম লেখা থাকবে স্বর্ণাক্ষরে।
আরও পড়ুন: সিট বেল্ট থেকে হেলমেট, কলকাতায় ট্রাফিক আইন ভাঙলে বিপুল জরিমানা বৃদ্ধি! অবশ্যই জানুন...
ভারত উদযাপন করছে ৭৩তম প্রজাতন্ত্র দিবস। দিল্লিতে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য কুচকাওয়াজের অনুষ্ঠান। কোভিড বিধি মেনেই কম সংখ্যক দর্শকের উপস্থিতিতেই পালিত হল প্রজাতন্ত্র দিবস। বুধবারের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সহ অন্যান্যরা।