আরও পড়ুন: সামনেই রয়েছে ধনী হওয়ার সুযোগ! দামি এই মশলার চাষ করেই প্রতি মাসে আয় হবে লক্ষ লক্ষ টাকা!
সুরজেওয়ালার আরও অভিযোগ, সারা দিন ধরে, দফায় দফায় কংগ্রেস কর্মীদের উপর পুলিশের অত্যাচার চলেছে। কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনণুগোপালের উপর এক মারণ আক্রমণ নামিয়ে নিয়ে এসেছে পুলিশ। সাংসদ শক্তি সিং গোহিলও সমান ভাবে আক্রান্ত হয়েছেন। কংগ্রেসের কর্মীদের মারধর করা হয়েছে। এ দেশে গণতন্ত্র পদদলিত হয়েছে, আর এর জন্য মোদি সরকারকে কোনওদিনও দেশের মানুষ ক্ষমা করবে না।
advertisement
সোমবারই ন্যাশনাল হেরাল্ড মামলায় রাহুল গান্ধি ইডি-র কাছে হাজিরা দিয়েছেন। মিথ্যা অভিযোগ তুলে রাহুলকে ডাকা হয়েছে, এই দাবিতে দিল্লির তীব্র গরমেও স্লোগান তুলে মিছিল শুরু করে কংগ্রেস। অবশ্য অনেক সাংসদকেই শেষ পর্যন্ত মিছিল শুরুর আগেই গ্রেফতার করা হয়। তবুও সত্যাগ্রহ মিছিল শুরু হয় কংগ্রেসের সদর দফতর থেকে সকাল নটায়। মিছিলে অধীররঞ্জন চৌধুরী-সহ ছিলেন ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, কেসি বেণুগোপালরাও। অধীরও পরে অভিযোগ করেন, তাঁকে মারাত্মক মারধর করেছে পুলিশ।