আরও পড়ুন- "রাজ্যে মন নেই আর, প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছেন মমতা": কটাক্ষ দিলীপ ঘোষের!
আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য দলের ‘অ্যাকশন প্ল্যান’ তৈরি করতে AAP নেতা ও কর্মীদের সঙ্গে একাধিক বৈঠক করবেন গোপাল রাই এবং সদস্য সংখ্যা (Aam Aadmi Party) বাড়াতে রাজ্যে সদস্যপদ অভিযানও চালু করবেন বলেও জানিয়েছে দলের এক সূত্র। রবিবার ছত্তিশগড়ের রাজধানী রায়পুরে দলের রাজ্য কার্যালয় উদ্বোধন করবেন তিনি।
advertisement
পঞ্জাবে দলের দুর্দান্ত জয়ের উদযাপন উপলক্ষ্যে সোমবার এই রাজ্যে রায়পুরে আম আদমি পার্টির (Aam Aadmi Party) উদ্যোগে একটি বিজয় যাত্রায় অংশ নেবেন গোপাল রাই। “এই সফরটি আগামী বছরের বিধানসভা নির্বাচনের জন্য আমাদের কর্মপরিকল্পনা প্রস্তুত করার জন্যই। আমাদের বিজয় যাত্রার মাধ্যমে আমরা জনগণের কাছে আমাদের দলের বার্তা পাঠাব,” পিটিআইকে বলেন গোপাল রাই।
আপের দিল্লির আহ্বায়ক গোপাল রাই জানিয়েছেন, আগামী বছর ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্তের কারণ এই রাজ্যের মানুষ, বিশেষ করে যুবক এবং মহিলারা কংগ্রেস সরকারের শাসনের প্রতি আস্থা হারিয়েছেন এবং তারা ‘পরিবর্তন’ চান৷ “ছত্তিশগড় পৃথক রাজ্য হিসাবে আত্মপ্রকাশের পরে ১৫ বছর ধরে বিজেপি শাসন করেছে কিন্তু প্রতিশ্রুতি পূরণ করেনি। গত বিধানসভা নির্বাচনে, জনগণ পরিবর্তনের পক্ষে ভোট দিয়েছে এবং কংগ্রেসকে জিতিয়েছে,” বলেন তিনি। সাড়ে তিন বছরেরও বেশি সময় ধরে এই রাজ্য শাসন করেও কংগ্রেস রাজ্যের জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণে ‘সম্পূর্ণ ব্যর্থ’ হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন- ইউক্রেন যুদ্ধে নিহত ভারতীয় পড়ুয়ার দেহ মেডিকেল কলেজে দান করার সিদ্ধান্ত পরিবারের!
AAP ২০১৮ সালে ছত্তিশগড় বিধানসভা নির্বাচনে মোট ৯০ টি আসনের মধ্যে ৮৫ টিতেই প্রতিদ্বন্দ্বিতা করেছিল, কিন্তু নির্বাচনী খাতা খুলতে পারেনি।