উড়ানে চিতাদের সঙ্গে আছেন বিশ্বের নামী চিতাবিশেষজ্ঞ ডক্টর লরি মার্কার৷ জানিয়েছেন বিরল এই বন্য প্রাণীগুলিকে সম্পূর্ণ ঘুম পাডা়নো হয়নি৷ তবে মৃদু আচ্ছন্ন করে রাখা হয়েছে৷ আন্তর্জাতিক সংস্থা চিতা কনজারভেশন ফান্ডের তরফে জানানো হয়েছে ভারতের পাঠানো আটটির মধ্যে রয়েছে ৫ টি স্ত্রী চিতা৷ তাদের বয়স ২ থেকে ৫ বছর৷
পুরুষ চিতাগুলির বয়স সাড়ে চার থেকে সাড়ে পাঁচ বছর৷ অতীতে ভারতে বাস ছিল এশিয়াটিক চিতার৷ কিন্তু ১৯৫২ সালে তাদের বিলুপ্ত বলে ঘোষণা করা হয়৷ অন্তর্মহাদেশীয় স্থানান্তর প্রকল্পের আওতায় তাদের আনা হল৷
advertisement
আরও পড়ুন : সদা কর্মব্যস্ত প্রধানমন্ত্রীর জন্মদিনে রইল তাঁর ফিটনেস রহস্য
পর্যাপ্ত শিকার এবং দিগন্ত বিস্তৃত ঘাসজমির জন্য মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানেই ছাড়া হবে নবাগত চিতাদের৷ গোয়ালিয়র থেকে ১৬৫ কিমি দূরে শেওপুর জেলায় এই জাতীয় উদ্যান এখন আলোচনার কেন্দ্রে৷ প্রধানমন্ত্রী তাঁর নিজের জন্মদিনে অর্থাৎ শনিবার নিজের হাতে তিনটি চিতাকে এই উদ্যানে মুক্ত করবেন৷
আরও পড়ুন : অস্ত্রোপচারে নারী থেকে পুরুষ হন স্বামী, বিয়ের ৮ বছর পর ভয়ঙ্কর সত্যি স্ত্রীর সামনে
তবে বিশেষজ্ঞদের সাবধানবাণী, নতুন পরিবেশে মানিয়ে নিতে সমস্যা হতে পারে নামিবিয়া থেকে আগত চিতাদের৷ তাছাড়া কুনো জাতীয় উদ্যানে ইতিমধ্যেই প্রচুর লেপার্ড বা চিতাবাঘ রয়েছে৷ বিলুপ্তপ্রায় চিতা সারা পৃথিবীতে বর্তমানে আছে ৭ হাজারটি৷ মূলত আফ্রিকার সাভানা তৃণভূমিতেই তাদের বাস৷