প্রেস ইনফরমেশন ব্যুরোর (Press Information Bureau) পক্ষ থেকে এই মেসেজটির তথ্য যাচাই করা হয়েছে৷ তারা জানিয়ে দিয়েছে যে এটি একটি ফেক নিউজ বা ফেক মেসেজ৷ পিআইবি(PIB) জানিয়েছে যে, এসবিআই-এর নাম করে যে মেসেজ আসছে, যেখানে লেখা রয়েছেন যে অ্যাকাউন্টের জন্য দেওয়া নথির সময়সীমা পেরিয়েছে, ফলে অ্যাকাউন্ট ব্লক করা হবে, এটা ফেক (Fake) বা মিথ্যে৷
advertisement
এভাবে বহু ফিশিং সাইট (phishing site) বা জাল কারবারীরা ফাঁদ পাতছে অনলাইনে৷ এই বিষয়ে গ্রাহকদের সাবধান করেছে পিআইবি৷ আধিকারিকরা জানিয়েছেন যে এধরণের ভুয়ো এসএমএস বা ইমেলের জবাব দেবেন না৷ কারণ এর থেকে গ্রাহকদের মারাত্মক ক্ষতি হতে পারে৷ অ্যাকাউন্ট হ্যাক করে খোয়া যেতে পারে হাজার হাজার টাকা৷ সর্বশান্ত হতে পারেন গ্রাহক৷ তাই এই ধরনের মেসেজ পেলে, বেশি পাত্তা না দিয়ে সঙ্গে সঙ্গে ডিলিট করে দেওয়া শ্রেয়৷
গত মাসে এসবিআই-এর পক্ষ থেকে একটি সতর্কবার্তা প্রকাশ করা হয় এধরণের প্রতারণা চক্রের কথা উল্লেখ করে৷ বিভিন্ন ভাবে ইমেল, মেসেজ, ট্যুইট-এর মাধ্যমে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ করে প্রতারকরা৷ KYC জমা দেওয়ার নাম করে বহু প্রতারণার শিকার হয়েছেন ব্যাঙ্কের গ্রাহকরা৷ ফলে যে কোনও রকম ফোন কলে কোনও তথ্য না জানাতে আবেদন করা হয়েছে ব্যাঙ্কের পক্ষ থেকে৷