Dooars Tourism: সামনের লম্বা ছুটিতে ডুয়ার্স ঘুরতে যাওয়ার প্ল্যান! কোথায় পড়বে কত খরচ, আগাম জানা থাকলে পরে সমস্যায় পড়তে হবে না
- Reported by:SUROJIT DEY
- hyperlocal
- Published by:Madhab Das
Last Updated:
Dooars Tourism: বড়দিন–নববর্ষের আগে পর্যটকের ঢলে ফের ছন্দে ফিরছে ডুয়ার্স। লাটাগুড়ি ও আশপাশে বাড়ছে ভিড়, জমজমাট জঙ্গল সাফারি। মন্দার পর পর্যটন ব্যবসায়ীরা আশাবাদী, রিসোর্ট বুকিংও প্রায় ৮০ শতাংশ পূর্ণ।
জলপাইগুড়ি, সুরজিৎ দে: বড়দিন–নববর্ষের আগে পর্যটকের ঢলে ফের ছন্দে ডুয়ার্স! উত্তরবঙ্গে জাঁকিয়ে শীত। আর তার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে উৎসবের উন্মাদনা। হাতেগোনা ক’দিন বাদেই বড়দিন, তারপরই ইংরেজি নতুন বছরের আগমন। এই উৎসবের মরশুমকে ঘিরে ফের প্রাণ ফিরে পাচ্ছে উত্তরবঙ্গের অন্যতম পর্যটনকেন্দ্র ডুয়ার্স ও পাহাড় অঞ্চল।
বিশেষ করে ডুয়ার্সের প্রাণকেন্দ্র লাটাগুড়ি ও আশপাশের পর্যটনকেন্দ্রগুলিতে এখন পর্যটকদের ভিড় চোখে পড়ার মতো। পুজোর মরশুমের পর দীর্ঘদিন ডুয়ার্সের পর্যটন শিল্প কার্যত মন্দার মুখে পড়েছিল। পর্যটকের সংখ্যা কম থাকায় দুশ্চিন্তায় ছিলেন হোটেল, রিসোর্ট ও সাফারি ব্যবসায়ীরা। তার উপর এসআইআর-এর প্রভাব পর্যটন ব্যবসায় আরও ধাক্কা দিয়েছিল। বহু মানুষই বড় লোকসানের মুখে পড়েন। তবে বড়দিন ও নববর্ষকে সামনে রেখে ফের আশার আলো দেখছেন পর্যটন ব্যবসায়ীরা।
advertisement
advertisement
বর্তমানে মূর্তি, লাটাগুড়ি ও রামসাই—এই তিনটি কেন্দ্র থেকে অফলাইনে জঙ্গল সাফারির বুকিং করা যাচ্ছে। অন্যদিকে হাতি সাফারির জন্য অনলাইন বুকিং বাধ্যতামূলক। সম্প্রতি লাটাগুড়ি জঙ্গল সাফারি ও গোরুমারার নজরমিনারগুলিতে পর্যটকদের ভালই ভিড় লক্ষ্য করা যাচ্ছে। আজও এই কেন্দ্রগুলিতে পর্যটকদের ভিড়ে ঠাঁসা ছিল এলাকা। পর্যটকদের জন্য বিভিন্ন প্যাকেজও রয়েছে। মেদলা, যাত্রাপ্রসাদ, চাপড়ামারি, চন্দ্রচুর, চুকচুকি-সহ রোড চার্জ ও গাইড মিলিয়ে খরচ পড়ছে জনপ্রতি ১২৫০ টাকা। আর ১৩৫০ খরচে এই স্থানগুলির সঙ্গে প্রাচীন ঐতিহ্যবাহী মহিষের গাড়ির অভিজ্ঞতাও উপভোগ করা যাচ্ছে।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
লাটাগুড়ির এক পর্যটন ব্যবসায়ীর কথায়, “পর্যটকদের ভিড় বাড়ায় আমাদের ব্যবসাও ঘুরে দাঁড়াচ্ছে। বড়দিন থেকে জানুয়ারির প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় ৮০ শতাংশ রিসোর্ট বুকিং সম্পূর্ণ। আশা করছি এই ভিড় আরও বাড়বে।” ডুয়ার্স ফের ছন্দে ফিরছে এই আশাতেই এখন মুখে হাসি পর্যটন ব্যবসায়ীদের।
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Jalpaiguri,Jalpaiguri,West Bengal
First Published :
Dec 23, 2025 3:40 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Dooars Tourism: সামনের লম্বা ছুটিতে ডুয়ার্স ঘুরতে যাওয়ার প্ল্যান! কোথায় পড়বে কত খরচ, আগাম জানা থাকলে পরে সমস্যায় পড়তে হবে না








