TRENDING:

Indian Railways: বীর যোদ্ধাকে সম্মান ভারতীয় রেলের, কীর্তি চক্র পুরস্কারপ্রাপ্ত ক্যাপ্টেনের নামে নামকরণ করা হল লোকোমোটিভের

Last Updated:

Indian Railways: কীর্তি চক্র পুরস্কারপ্রাপ্ত ক্যাপ্টেন সুনীল কুমার চৌধুরীর সম্মানে লোকোমোটিভের নামকরণ উত্তর-পূর্ব সীমান্তরেলওয়ের।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শিলিগুড়ি: কীর্তি চক্র পুরস্কারপ্রাপ্ত ক্যাপ্টেন সুনীল কুমার চৌধুরীর সম্মানে লোকোমোটিভের নামকরণ উত্তর-পূর্ব সীমান্তরেলওয়ের। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে ৭/১১ গোর্খা রাইফেলসের ক্যাপ্টেন সুনীল কুমার চৌধুরী, সেনা পদক এবং কীর্তি চক্র (মরণোত্তর) বিজয়ীর সর্বোচ্চত্যাগ ও বীরত্বের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করে, শিলিগুড়ি ডিজেললোকোমোটিভ শেডে ডব্লিউডিপি৪বি লোকোমোটিভ নম্বর ৪০০২৪-এর নাম পরিবর্তন করে তার সম্মানে নামকরণ করা হয়েছে।
News18
News18
advertisement

ক্যাপ্টেন সুনীল কুমার চৌধুরী গোর্খা রেজিমেন্টের শ্রেষ্ঠ ঐতিহ্য—সাহসিকতা, শৃঙ্খলা এবং কর্তব্যের প্রতি অবিচল নিষ্ঠার মূর্ত প্রতীক ছিলেন। আসামে সন্ত্রাসবিরোধী অভিযানের সময় তিনি অসাধারণ সাহস ও নেতৃত্বেরপরিচয় দেন, যার জন্য তাঁকে সেনা পদক প্রদান করা হয়। কর্তব্যের ঊর্ধ্বে গিয়েঅসাধারণ বীরত্ব প্রদর্শন এবং সর্বোচ্চ আত্মত্যাগের জন্য তাঁকেমরণোত্তরভাবে কীর্তি চক্র প্রদান করা হয়।

advertisement

আরও পড়ুন-২০২৬-এ ভয়ঙ্কর ‘তুলকালাম’…! এই ৩ রাশিতে লোহার পায়ে হাঁটবেন শনিদেব, সোনায় মুড়বে কাদের কপাল? জানুন আপনার ভাগ্যে কী?

হাই-স্পীড ৪৫০০ এইচপি ডব্লিউডিপি৪বি টুইন স্ট্রোক ডিজেললোকোমোটিভটি, যা প্রতিকূল পরিস্থিতিতেও তার ধারাবাহিক পারফরম্যান্সেরজন্য পরিচিত, এটি দৃঢ়তা, সহনশীলতা ও সেবার প্রতীক—এই মূল্যবোধগুলোভারতীয় রেল এবং সশস্ত্র বাহিনী উভয়ের সঙ্গেই গভীরভাবে সম্পর্কিত। এইলোকোমোটিভটি উৎসর্গ করার মাধ্যমে উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ে সেই সশস্ত্রবাহিনী এবং অর্ধ-সামরিক বাহিনীর কর্মীদের সাহস ও আত্মত্যাগকে সম্মানজানাচ্ছে, যাঁরা অভ্যন্তরীণ ও বাহ্যিক হুমকি থেকে জাতিকে রক্ষা করে।

advertisement

আরও পড়ুন-ভোর ৩-৪ টের সময় রোজ ঘুম ভাঙছে? শরীর খারাপ না অন্য কিছু! প্রকৃতি কি কোনও ইঙ্গিত দিচ্ছে? জেনে নিন জ্যোতিষীর থেকে

এই উৎসর্গটি উত্তর-পূর্বাঞ্চল এবং শিলিগুড়ি করিডোরের জন্য বিশেষ তাৎপর্য বহন করে, এই অঞ্চলগুলির সঙ্গে গোর্খা রেজিমেন্টের দীর্ঘ ও গভীর সম্পর্ক রয়েছে, যারা ভারতের কৌশলগত সীমান্ত রক্ষা এবং এই অঞ্চলে শান্তিও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
নববর্ষের আগে রেলের 'উপহার'! কয়েক কোটি খরচে তমলুকে তৈরি হচ্ছে রেলওয়ে আন্ডারপাস
আরও দেখুন

উত্তর পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কপিঞ্জল কিশোর শর্মা জানিয়েছেন, ভারতীয় রেল যা দেশের জীবনরেখা এবং উত্তর-পূর্বাঞ্চলে সংযোগস্থাপনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম, সাহসিকতার এই ঐতিহ্যের সঙ্গে নিজেকে গর্বের সঙ্গে যুক্ত করে। যখন লোকোমোটিভ নম্বর ৪০০২৪ রেলওয়ে নেটওয়ার্কেআগাবে, তখন এটি একটি মর্মস্পর্শী শ্রদ্ধাঞ্জলি হিসেবে দাঁড়িয়ে থাকবে—যা রেলকর্মী এবং সাধারণ নাগরিক উভয়কেই ভারতীয় সশস্ত্র বাহিনীর সৈন্যদেরদ্বারা করা সর্বোচ্চ আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে দেবে। এর আগেও উত্তর পূর্ব সীমান্ত রেল দেশের একাধিক বীর সন্তানদের স্মরণ করেছে এইভাবে।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railways: বীর যোদ্ধাকে সম্মান ভারতীয় রেলের, কীর্তি চক্র পুরস্কারপ্রাপ্ত ক্যাপ্টেনের নামে নামকরণ করা হল লোকোমোটিভের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল