TRENDING:

ITBP: মাও-অভিযানে আইইডি বিস্ফোরণ, শহিদ ২ আইটিবিপি জওয়ান জখম আরও ২ নিরাপত্তাকর্মী

Last Updated:

ছত্তিসগড়ের নারায়ণপুরে আইইডি বিস্ফোরণে দুই আইটিবিপি জওয়ান এবং দুই পুলিশকর্মী জখম হয়েছেন। শনিবার,এই বিস্ফোরণের পিছনে অভিযোগের আঙুল উঠেছে মাওবাদীদের দিকে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, কোদলিয়ার জঙ্গলে অবুঝমাদ এলাকায় মাওবাদী দমন অভিযান চালানোর সময় দুপুর ১২টার সময় এই ঘটনাটি ঘটে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
রায়পুর: ছত্তিসগড়ের নারায়ণপুরে আইইডি বিস্ফোরণে দুই আইটিবিপি জওয়ান এবং দুই পুলিশকর্মী জখম হয়েছেন। শনিবার,এই বিস্ফোরণের পিছনে অভিযোগের আঙুল উঠেছে মাওবাদীদের দিকে।
আইইডি বিস্ফোরণে মৃত দুই জওয়ান।
আইইডি বিস্ফোরণে মৃত দুই জওয়ান।
advertisement

পুলিশ সূত্রে জানানো হয়েছে, কোদলিয়ার জঙ্গলে অবুঝমাদ এলাকায় মাওবাদী দমন অভিযান চালানোর সময় দুপুর ১২টার সময় এই ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: মর্মান্তিক! স্কুলেই মৃত্য়ুর কোলে ঢলে পড়ল একাদশ শ্রেণীর ছাত্র! বিহারে যা ঘটল…

এই প্রসঙ্গে আই জি সুন্দররাজ জানান, “দুইজন আইটিবিপি জওয়ান অমর পাওয়ার (৩৬) মহারাষ্ট্রের সাতারার বাসিন্দা এবং কে রাজেশ (৩৬) অন্ধ্র প্রদেশের কাডাপ্পা শহি হয়েছেন।”

advertisement

আরও পড়ুন: মহারাষ্ট্রের নির্বাচনে প্রথম পর্বে ৯৯ জন প্রার্থীর তালিকা ঘোষণা করল বিজেপি

এছাড়াও আরও দুইজন জওয়ান গুরুতর জখম হয়েছেন। এই প্রসঙ্গে হাসাপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে অরবিন্দ এবং অনিল নামে দুই জওয়ানই গুরুতর জখম হয়েছেন।

এই প্রসঙ্গে ওই পুলিশ আধিকারিক জানান, “অরবিন্দের চোখে,মুখে, বুকে এবং হাতে স্প্লিনটার বিঁধেছে। অনিলের বাঁ চোখে, মুখে এবং শরীরের অন্যান্য অংশে আঘাত লেগেছে।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দুর্গাপুজোর সময় অসুরের আরাধনা! জঙ্গলমহলের নানা গ্রামে কেন পালিত হয় দাসাই পরব?
আরও দেখুন

এই ঘটনার পরে এলাকায় নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। মাওবাদী দমন বিরোধী অভিযান আরও কড়া করা হবে বলে জানানো হয়েছে পুলিশ আধিকারিকদের পক্ষ থেকে।

বাংলা খবর/ খবর/দেশ/
ITBP: মাও-অভিযানে আইইডি বিস্ফোরণ, শহিদ ২ আইটিবিপি জওয়ান জখম আরও ২ নিরাপত্তাকর্মী
Open in App
হোম
খবর
ফটো
লোকাল