Maharastra Assembly Election: মহারাষ্ট্রের নির্বাচনে প্রথম পর্বে ৯৯ জন প্রার্থীর তালিকা ঘোষণা করল বিজেপি! তালিকায় একাধিক চমক
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Maharashtra Assembly Elections: আগামী মাসেই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। ২০ তারিখ ভোট হবে মহারাষ্ট্রে, তার আগেই রবিবার প্রথম দফার প্রার্থী চালিকা ঘোষণা করল বিজেপি।
মুম্বই: আগামী মাসেই মহারাষ্ট্র এবং ঝাড়খণ্ডের বিধানসভা নির্বাচন। ২০ তারিখ ভোট হবে মহারাষ্ট্রে, তার আগেই রবিবার প্রথম দফার প্রার্থী চালিকা ঘোষণা করল বিজেপি।
মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনে ২৮৮টি আসনের মধ্যে ১৫১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। বাকি আসনগুলি জোটের শরিক দলগুলির জন্য ছেড়ে দিয়েছে বিজেপি। সেই ১৫১টি আসনের মধ্যে ৯৯টি আসনের প্রার্থীতালিকা ঘোষণা করেছে বিজেপি।
advertisement
মহারাষ্ট্রের বর্তমান উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস লড়বেন নাগপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্র থেকে। সেই সঙ্গে প্রার্থী তালিকায় রয়েছে প্রবীণ কংগ্রেস নেতা অশোক চ্যাভানের কন্যা শ্রীজয়ার নামও। মহারাষ্ট্রের রাজ্য বিজেপির সভাপতি এবারের বিধানসভা নির্বাচনে লড়ছেন কামথি আসন থেকে। রয়েছে বনমন্ত্রী সুধীর মুনগান্টিওয়ারের নামও, তিনি লড়বেন বল্লারপুর থেকে।
advertisement
তবে হেভিওয়াট প্রার্থী ছাড়াও তালিকায় রয়েছে বেশ কিছু নতুন মুখের নামও। নতুন প্রার্থীদের মধ্যে রয়েছেন শ্রীগোন্ডায় প্রতিভা পাচপুতে, মালাদ পশ্চিমে লড়বেন বিনোদ শেলার এবং দেওলির জন্য গতবারের নির্দল প্রার্থী রাজেশ বাকানে লড়বেন। অন্য বিজেপি নেতাদের মধ্যে নতুন মুখ অনুরাধা চ্যাবন, তিনি ফুলম্বরি থেকে লড়বেন। পাশাপাশি বিধায়ক গণপত গায়কোয়াড়ের স্ত্রী সুলভা গায়কওয়াড় কল্যাণ পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
October 20, 2024 6:10 PM IST