Crime: মর্মান্তিক! স্কুলেই মৃত্য়ুর কোলে ঢলে পড়ল একাদশ শ্রেণীর ছাত্র! যা ঘটল... শিউরে উঠবেন
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
স্কুলের দুই বন্ধুর মধ্যে মারামারিতে প্রাণ গেল এক ছাত্রের। একদিন আগে দুই বন্ধুর মধ্যে হাতাহাতি হয়, এরপরেই ওই আহত ছাত্রটিকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। মুফফরনগরের পুলিশ সুপার বিদ্যা সাগর জানান, মৃত সৌরভ কুমার ওই জেলার কুরহানি ব্লকের তুর্কী গভর্নমেন্ট হাইস্কুলের ছাত্র ছিল।
পটনা: স্কুলের দুই বন্ধুর মধ্যে মারামারিতে প্রাণ গেল এক ছাত্রের। একদিন আগে দুই বন্ধুর মধ্যে হাতাহাতি হয়, এরপরেই ওই আহত ছাত্রটিকে হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।
মুফফরনগরের পুলিশ সুপার বিদ্যা সাগর জানান, মৃত সৌরভ কুমার ওই জেলার কুরহানি ব্লকের তুর্কী গভর্নমেন্ট হাইস্কুলের ছাত্র ছিল।
advertisement
এই প্রসঙ্গে ওই পুলিশ আধিকারিক আরও জানান, “সৌরভ এবং তাঁদের বন্ধুরা হাতাতাতিতে জড়িয়ে পড়ে। মূলত, ওমপ্রকাশ এবং প্রহ্লাদ নামে দুই বন্ধুর সঙ্গে হাতাতাতিতে জড়ান তাঁরা। একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে সৌরভের মাথায় লাঠি দিয়ে মারা হচ্ছে। এরপরেই তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই ওই ছাত্র আজ সকালে মারা যায়।”
advertisement
পুলিশ সূত্রে জানানো হয়েছে, দুটি এফআইআর দায়ের হয়েছে। মৃত ছাত্রের পরিবারের পাশাপাশি যারা ওই ছাত্রকে আক্রমণ করেছিল সেই পরিবারের পক্ষ থেকেও এফআইআর দায়ের হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মৃত এবং অভিযুক্ত প্রত্যেকেই নাবালক, তদন্তের প্রতিটি দিকই খতিয়ে দেখা হচ্ছে। কেন এই ধরণের ঘটনা ঘটল সেই সমস্ত দিকই দেখা হচ্ছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
October 20, 2024 6:27 PM IST