আরও পড়ুন- ভারতে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত ২,২২৬, মৃত্যু ৬৫ জনের! সুস্থতার হার ৯৮.৭৫%
তুষারাবৃত পর্বতের উপত্যকায় বিশাল ভূমি জুড়ে ছড়িয়ে থাকা অনেক তাঁবুর একটি ছবি ট্যুইট করেছে ANI। সেই এলাকাটি সম্পূর্ণরূপে পরিত্যক্ত প্লাস্টিকের জিনিস যেমন ব্যাগ, বোতল এবং অন্যান্য বর্জ্য পদার্থে ভরে রয়েছে। পাহাড়ে এমন আবর্জনার স্তূপ দেখে বিবেচনাবোধ নিয়ে স্বাভাবিকভাবেই ওঠে প্রশ্ন।
advertisement
ছবির ক্যাপশনে ANI লিখেছে, “চারধাম যাত্রার ভক্তদের ভিড়ের কারণে কেদারনাথের দিকে যাওয়ার পথে প্লাস্টিক বর্জ্য এবং আবর্জনার স্তূপ।”
এএনআইকে গাড়ওয়াল কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের প্রধান অধ্যাপক এমএস নেগি বলেন, “কেদারনাথের মতো সংবেদনশীল জায়গায় যেভাবে প্লাস্টিকের আবর্জনা জমা হয়েছে তা আমাদের পরিবেশের জন্য বিপজ্জনক। এটি ভাঙনের দিকে নিয়ে যাবে যা ভূমিধসের কারণ হতে পারে। আমাদের ২০১৩ সালের বিপর্যয় মনে রাখতে হবে এবং সতর্ক থাকতে হবে।”
আরও পড়ুন- ব্যাপক সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা! মাঙ্কিপক্স নিয়ে কেরল, মহারাষ্ট্রে বিশেষ সতর্কতা!
অধ্যাপক নেগি ২০১৩ সালের জুন মাসে উত্তরাখণ্ডে মেঘ ফেটে বন্যার কথা উল্লেখ করেন। ভয়াবহ বন্যা এবং ভূমিধস সৃষ্টি হয়েছিল সেইবার। এইচএপিআরসি পরিচালক অধ্যাপক এমসি নৌটিয়ালও জানিয়েছেন, “পর্যটন বহুগুণ বেড়েছে। এখানে আমাদের যথাযথ স্যানিটেশন সুবিধা না থাকায় প্লাস্টিকের আবর্জনাও তাই বাড়ছে।”
COVID-19 মহামারীর কারণে গত দুই বছর ধরে চারধাম যাত্রা হয়নি। এই বছরই ৩ মে, অক্ষয় তৃতীয়ার দিনে উত্তরকাশী জেলার গঙ্গোত্রী এবং যমুনোত্রী মন্দিরগুলি ভক্তদের জন্য খুলে দেওয়ার পরে যাত্রা শুরু হয়।