জানা গিয়েছে, আহত সবাই মহারাষ্ট্র পাবলিক সার্ভিস কমিশনের (এমপিএসসি) প্রস্তুতি নিচ্ছিলেন। সন্ধ্যা প্রায় ৫টা ৩০ মিনিটে নাথসাই নামের একটি চায়ের দোকানের সামনে তাঁরা দাঁড়িয়ে ছিলেন। সেই সময় হুন্ডাই ট্যুরিস্ট মডেলের একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের ধাক্কা মারে। প্রত্যক্ষদর্শীদের মতে, গাড়ির গতি অত্যন্ত বেশি ছিল এবং চালক ছিলেন মদ্যপ অবস্থায়।
রাতের নীরবতা ভেঙে যাত্রীদের আর্তচিৎকার! ব্রিজ ধসে ট্রেন লাইনচ্যুত! নিহত ৭, আহত ৩০
advertisement
উপরের বার্থে শুয়ে যাত্রী, একটি ছেলে এসে বলল, ‘বসতে দেবেন, কি দেবেন না?’ এর পর যা হল ট্রেনের কামরায়…!
পুনেতে বেপরোয়া গাড়ির ধাক্কায় এমপিএসসি পরীক্ষার্থীরা আহত, চালক আটক
ধাক্কায় কয়েকজন পরীক্ষার্থী ছিটকে পড়েন, কয়েকজনের উপর দিয়ে গাড়ি চলে যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছন বিশ্রামবাগ থানার অফিসার বিজয়ামালা পাওয়ার ও অন্যান্য পুলিশ আধিকারিকরা। আহতদের মধ্যে কয়েকজনকে সাঞ্জেতি ও মোডক হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকদের মতে, সকলেরই অবস্থা বর্তমানে স্থিতিশীল।
ঘটনার পর এলাকায় ছাত্রছাত্রীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। বিশ্রামবাগ থানার পুলিশ গাড়িচালককে আটক করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।
এভাবে প্রকাশ্য রাস্তায় চায়ের দোকানের সামনে দাঁড়িয়ে থাকা নিরীহ পড়ুয়াদের উপর গাড়ি তুলে দেওয়ার ঘটনায় ফের একবার শহরের নিরাপত্তা ব্যবস্থার প্রশ্ন তুলছে সাধারণ মানুষ। পুলিশের ভূমিকা, নজরদারি এবং বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিও উঠছে।