TRENDING:

CAA: আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগেই সিএএ কার্যকর, মার্চের শুরুতেই সম্ভবত বিজ্ঞপ্তি জারি

Last Updated:

২০১৯ সালেই সংসদে পাশ হয়ে যায় নাগরিকত্ব সংশোধনী আইন৷ এর পর পাঁচ বছর কাটতে চললেও আইনটি কার্যকর হয়নি৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: লোকসভা নির্বাচনের আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগেই সিএএ-এ কার্যকর করতে প্রয়োজনীয় বিধি নিয়ে বিজ্ঞপ্তি জারি করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক৷ সূত্রের খবর অনুযায়ী, আগামী মাসের শুরুর দিকেই এই গুরুত্বপূর্ণ বিধি জারি করে দিতে পারে কেন্দ্রীয় সরকার৷ যেহেতু আগামী মাসেই লোকসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল, তাই তার আগেই সিএএ বিধি লাগু করে দিতে চায় কেন্দ্র৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
advertisement

পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ২০১৫ সালের আগে যে হিন্দু, বৌদ্ধ, জৈন,শিখ, পার্সি এবং খ্রিস্টান ধর্মের মানুষ ভারতে আশ্রয় নিতে এসেছিলেন, তাঁদের দ্রুত নাগরিকত্ব দেওয়াই সিএএ আইনের উদ্দেশ্য৷

আরও পড়ুন: হৃদরোগ কাড়ল ২৫ বছরের যুবককে, শুনেই আত্মঘাতী স্ত্রী! নবদম্পতির মর্মান্তিক পরিণতি

এখনও পর্যন্ত যা অনুমান করা হচ্ছে তাতে আগামী এপ্রিল মাস থেকে শুরু হতে পারে লোকসভা নির্বাচন৷ যা চলতে পারে মে মাসের মাঝামাঝি পর্যন্ত৷ মার্চ মাসের মাঝামাঝি সময়ের মধ্যেই ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে যাওয়ার কথা৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

২০১৯ সালেই সংসদে পাশ হয়ে যায় নাগরিকত্ব সংশোধনী আইন৷ এর পর পাঁচ বছর কাটতে চললেও আইনটি কার্যকর হয়নি৷ সিএএ আইন পাস হওয়ার পর থেকেই এর বিরোধিতায় সরব হন বিরোধীরা৷ আবার সিএএ কার্যকর না হওয়ায় পশ্চিমবঙ্গের মতো রাজ্যে বিজেপির উপর চাপ বাড়ছিল৷ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্য কিছুদিন আগেও দাবি করেছিলেন, লোকসভা নির্বাচনের আগেই সিএএ আইন কার্যকর হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
CAA: আদর্শ আচরণবিধি লাগু হওয়ার আগেই সিএএ কার্যকর, মার্চের শুরুতেই সম্ভবত বিজ্ঞপ্তি জারি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল