Heart Attack: হৃদরোগ কাড়ল ২৫ বছরের যুবককে, শুনেই আত্মঘাতী স্ত্রী! নবদম্পতির মর্মান্তিক পরিণতি

Last Updated:

গত বছরের ৩০ ডিসেম্বর বিয়ে হয়েছিল অভিষেক এবং অঞ্জলির৷ বিবাহিত জীবনের ছ মাস পূর্ণ হওয়ার আগেই তাঁদের এই অবিশ্বাস্য পরিণতি ঘটল৷

অভিষেক এবং অঞ্জলি৷
অভিষেক এবং অঞ্জলি৷
নয়াদিল্লি: মাস ছয়েক হল দু জনের বিয়ে হয়েছিল৷ উত্তর প্রদেশের গাজিয়াবাদের নবদম্পতি অভিষেক এবং অঞ্জলি সোমবার সকালে যখন দিল্লির চিড়িয়াখানায় ঘুরতে বেরিয়েছিলেন, তখনও কেউ কল্পনা করতে পারেনি কয়েক ঘণ্টার মধ্যে দু জনেরই কী মর্মান্তিক পরিণতি হতে চলেছে৷ দিল্লির চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার পরই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় ২৫ বছরের অভিষেকের৷ স্বামীর এই আকস্মিক মৃত্যু মেনে নিতে না পেরে গাজিয়াবাদে তাঁদের আট তলার ফ্ল্যাট থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হন ২২ বছরের অঞ্জলি৷
এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, গত বছরের ৩০ ডিসেম্বর বিয়ে হয়েছিল অভিষেক এবং অঞ্জলির৷ বিবাহিত জীবনের ছ মাস পূর্ণ হওয়ার আগেই তাঁদের এই অবিশ্বাস্য পরিণতি ঘটল৷
advertisement
জানা গিয়েছে, অভিষেক পেশায় একজন ব্যবসায়ী ছিলেন৷ সম্পত্তি বেচাকেনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি৷ সোমবার দিল্লি চিড়িয়াখানায় ঘুরতে যাওয়ার পরই তাঁর বুকে ব্যথা শুরু হয়৷ ঘাবড়ে গিয়ে অঞ্জলি সঙ্গে সঙ্গে নিজের পরিবারের সদস্য এবং বন্ধুদের বিষয়টি জানান৷ এর পর দ্রুত অভিষেককে গুরু তেগ বাহাদুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে চিকিৎসকরা তাঁকে সফদরজং হাসপাতালে রেফার করেন৷
advertisement
কিন্তু সফদরজং হাসপাতালে নিয়ে যাওয়া হলে অভিষেককে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন৷ হৃদরোগে আক্রান্ত হয়েই অভিষেকের মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা৷ রাত ৯টা নাগাদ অভিষেকের মরদেহ গাজিয়াবাদে ওই দম্পতি যে ফ্ল্যাটে থাকতেন সেখানে নিয়ে যাওয়া হয়৷
দৃশ্যতই বিধ্বস্ত অঞ্জলি খানিক্ষণ নিজের স্বামীর মৃতদেহের পাশে বসে থাকেন৷ এর পর আচমকাই কেউ কিছু বুঝে ওঠার আগে ব্যালকনিতে ছুটে গিয়ে নীচে ঝাঁপ দেন তিনি৷ ওই দম্পতির ফ্ল্যাটটি আবাসনের আট তলায় ছিল৷
advertisement
গুরুতর আহত অবস্থায় অঞ্জলিকে প্রথমে ম্যাক্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে তাঁকে দিল্লির এইমস-এ পাঠানো হয়৷ সেখানেই মৃত্যু হয় ওই তরুণীর৷
বাংলা খবর/ খবর/দেশ/
Heart Attack: হৃদরোগ কাড়ল ২৫ বছরের যুবককে, শুনেই আত্মঘাতী স্ত্রী! নবদম্পতির মর্মান্তিক পরিণতি
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement