পুলিশ জানিয়েছে, জলন্ধর-পাঠানকোট হাইওয়ের পাশে একটি গ্রাম রাস্তা থেকে ট্রাক্টর-ট্রলি আসার সময় দ্রুতগতির বাসটি সেটিতে সজোরে ধাক্কা মারে। সংঘর্ষ এতটাই প্রবল ছিল যে বাস চালক এবং এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান, আর দুই যাত্রীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁদের মৃত্যু হয়।
advertisement
আহতদের দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে, পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।
তিনি X-এ একটি পোস্টে লেখেন, “এই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারানো ব্যক্তিদের পরিবারের প্রতি আমরা গভীর সমবেদনা জানাই এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি।”
আরও পড়ুন: নাতির চিতায় ঝাঁপ দিয়ে দাদুর মৃত্যু! তার আগে নাতি যা করেছে, জানুন সেই হাড়হিম করা ঘটনাটি…
এছাড়া, মুখ্যমন্ত্রী মান পঞ্জাব পুলিশের ‘সড়ক সুরক্ষা বাহিনী’ (Sadak Surakhya Force)-র ভূমিকাকেও প্রশংসা করেন, যারা দুর্ঘটনাস্থলে পৌঁছে আহতদের সহায়তা করেছে। এই দুর্ঘটনা আবারও রাস্তার নিরাপত্তা ও ট্রাফিক বিধি কঠোরভাবে অনুসরণের গুরুত্ব তুলে ধরেছে।