বাজেট অধিবেশনের (Union Budget 2022) শুরুতেই উঠে এল করোনাভাইরাস প্রসঙ্গ। কোভিড মোকাবিলায় ভারত তথা মোদি সরকারের প্রশংসায় পঞ্চমুখ হলেন কোবিন্দ। জানালেন, স্বাস্থ্য় পরিকাঠামো থেকে শুরু করে কোভিড মোকাবিলা সব দিক থেকেই ভারত উন্নতির চিহ্ন রেখেছে। তার প্রমাণ টিকাকরণেই। পাশাপাশি তিনি উল্লেখ করেছেন আয়ুষ্মান ভারত (Ayushman Bharat) প্রকল্পের কথাও৷ ১৫০ কোটি ডোজ ভ্যাকসিনের (Vaccination) রেকর্ড করেছে ভারত৷ এর মধ্যে ৭০ শতাংশেরই টিকাকরণের দ্বিতীয় ডোজ হয়ে গেছে৷
advertisement
কৃষিক্ষেত্রের কথা তুলে ধরেন কোবিন্দ (Ramnath Kovind)৷ প্রধানমন্ত্রীর গরিব কল্যাণ যোজনা থেকে কতজন উপকৃত হয়েছেন তার খতিয়ান তুলে ধরেন৷ কৃষক উন্নয়নে নিরন্তর কাজ করে চলেছে মোদি সরকার। রবি শস্য উৎপাদনের সময় সরকার ফসল কিনেছে। তাতে উপকৃত হয়েছে ৫০ লক্ষ কৃষক। খারিফ শস্য উৎপাদনের সময়, যে পরিমান ধান কিনেছে সরকার, তাতে উপকৃত হয়েছেন ১ লক্ষ ৩০ হাজার কৃষক। ফসল বিমা যোজনায় উপকৃত হয়েছেন ৮ কোটিরও বেশি ছোট চাষি৷
শিল্পের প্রসঙ্গ তুলে ধরেন তিনি৷ জানান, দিল্লি মুম্বই এক্সপ্রেসওয়ে দ্রুত শেষ হবে৷ তৈরি হবে ১১টি নতুন মেট্রো লাইন৷
আরও পড়ুন: কেন আপনার সন্তানের এখন স্কুলে ফিরে যাওয়া একান্ত প্রয়োজন, দেখে নিন তার সাতটি গুরুত্বপূর্ণ কারণ
দেশের সুরক্ষা ও নিরাপত্তার জন্য নিরন্তর পরিশ্রম চালাচ্ছে মোদি সরকার৷ প্রতিরক্ষামন্ত্রকে ভারতের বিভিন্ন পলিসির জন্য ভারত আজ আত্মনির্ভর৷ পুলিশে মহিলাদের যোগদানের হারও বেড়েে৷ টোকিও অলিম্পিকে জয়ীদের প্রশংসা করেন রাষ্ট্রপতি৷ তাঁদের কাজকে সর্বকালের সেরা বলে অভিহিত করলেন। ভারতের ঝুলিতে এসেছে ৭ টি মেডেল। প্যারাঅলিম্পিকেও ১৯ টি মেডেল জিতে রেকর্ড গড়েছে ভারত।
নতুন শিক্ষানীতির প্রশংসাও শোনা যায় তাঁর মুখে৷ ১০টি রাজ্যের ১৯টি ইঞ্জিনিয়ারিং কলেজে ৬টি ভারতীয় ভাষা শেখানো হচ্ছে। নতুন করে ৬০ লক্ষ চাকরির ব্যবস্থা করা হয়েছে৷ ভারতীয় অর্থনীতির মেরুদণ্ড হয়ে উঠেছে সেক্টরগুলি৷ ১ লক্ষের বেশি জিএসটি (GST) আদায় হচ্ছে৷ ফোন তৈরির নিরিখেও ভারত এগিয়ে৷
সরকার তিন তালাক প্রথাকে যে বিলুপ্ত করে দিয়েছে তার প্রশংসা করেন রাষ্ট্রপতি। একইসঙ্গে সরকারের মুসলিম মহিলাদের হজ যাত্রায় অনুমতি দেওয়ার প্রশংসা করেন৷
জম্মু অ্যান্ড কাশ্মীরের মানুষের জন্য স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থার জন্য বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। জম্মু ও কাশ্মীরের আইআইটি তৈরির কাজ এখনও চলছে। উপত্যকার স্বাস্থ্যব্যবস্থাও উন্নত হচ্ছে ক্রমশ৷
দেশের সেনাদের জন্য যে অস্ত্রের প্রয়োজন তা ভারতেই তৈরি করার বিষয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। অর্ডন্যান্স ফ্যাক্টরিকে ৭ টি ডিফেন্স পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে রূপান্তরিত করা হয়েছে।
কিছুদিন আগেই ইউনেস্কোর (UNESCO) স্বীকৃতি পেয়েছে বাংলার দুর্গাপুজো। বাজেট অধিবেশনে সেই বিষয়টিও তুলে ধরেছেন কোবিন্দ৷ আগামী ২৫ বছরের মধ্যে তৈরি হবে শক্তিশালী ভারত৷ ৪০ লক্ষ সম্পত্তি কার্ড থেকে আবাস যোজনায় ২ কোটি বাড়ি, কৃষিতে সাফল্য শস্যবিমা জিএসটি, সবেতেই এগিয়ে ভারত, রাষ্ট্রপতির বক্তব্যে ভারতের জয়জয়কার৷