আরও পড়ুন : ‘গৃহযুদ্ধ চাই না’, এনআরসি নিয়ে দিল্লিতে বললেন মমতা
এখনও পর্যন্ত ঠিক আছে উত্তরপ্রদেশে সপা, বসপা ও কংগ্রেস জোট বেঁধে নির্বাচনে লড়বে ৷ লোকসভা নির্বাচন একদম ঘাড়ে নিঃশ্বাস ফেলছে ৷ তাই উত্তরপ্রদেশ নিজেদের সংগঠন ও শক্তি একবার আবার যাচাই করে নিতে চাইছেন অখিলেশ যাদব, মায়াবতী ও রাহুল গান্ধিরা ৷
advertisement
আরও পড়ুন : ‘কলকাতাতে যাবই, পারলে গ্রেফতার করুন’, মমতাকে চ্যালেঞ্জ অমিত শাহের
উত্তরপ্রদেশে পায় ধুঁকতে থাকা কংগ্রেসকে চাঙ্গা করতে রাহুলের মন্ত্র যুব সম্প্রদায়ই ৷ তিনি বুথস্তর থেকে সংগঠনকে মজবুত করার নির্দেশ দিয়েছেন ৷ ব্লকস্তরে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করার কথা জানিয়েছেন ৷ জনসংযোগ বাড়ানো, একাধিক কর্মসূচি, গণ আন্দোলন গড়ে তোলা, লাগাতার প্রতিরোধ গড়ে তোলা ৷
আরও পড়ুন : NRC অসম : এই ব্যক্তিই সামলেছেন অসমের গুরুদায়িত্ব, জেনে নিন তাঁর সম্বন্ধে
অন্যদিকে মায়াবতী-অখিলেশ যাদবও একবার ঝালিয়ে নিচ্ছেন তাঁদের দলের সংগঠনের গভীরতা ৷ তৃণমূল স্তরে দলকে ঢেলে সাজানোর পক্ষপাতি তাঁরা ৷ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বাজিমাত করতে চাইছেন তাঁরা ৷ এই নিয়েই দলীয় কর্মীদের সঙ্গে দফায় দফায় বৈঠকে তাঁরা ৷ তবে অনেকদিন পর আবার পিসি-ভাইপোর (মায়াবতী-অখিলেশ) নির্বাচনী যুগলবন্দি দেখতে আগ্রহী উত্তরপ্রদেশ ৷ এতদিন তাঁরা একে অপরের বিরুদ্ধে লড়েছেন বিগত কয়েকটি উপনির্বাচনে তাঁরা একসঙ্গে লড়েছেন ৷ পিসি-ভাইপোর রসায়ন কি আগামী দিনে উত্তরপ্রদেশের রাজনীতিতে নতুন যুগের সূচনা করবে ? সেটা বলবে সময়ই ৷