আরও পড়ুন- উচ্চতা আট ফুটেরও বেশি! অখিলেশের দলে যোগ দিলেন ভারতের সবচেয়ে লম্বা মানুষ
দেখুন সেই ট্যুইট,
advertisement
ওই তথ্যে হাতি, বাঘ, চিতা এবং নেকড়ে হত্যার সংখ্যাও রয়েছে। ওই ট্যুইটে এক টুইটার ব্যবহারকারী জানিয়েছেন, "রোনাল্ড টিলসনের তথ্যানুযায়ী ১৮৭৫ থেকে ১৯২৫ সালের মধ্যে ৮০,০০০ বাঘ শিকার করা হয়েছিল এই দেশে। ভারতে ১৯৪৭ সালে ৪০,০০০ বাঘ ছিল, সংখ্যাটা কমতে কমতে এখন ২৯০০।
কেন্দ্রীয় পরিবেশ মন্ত্রক জানিয়েছে,.২০১৮ সালের গণনা অনুযায়ী, সারা দেশে এই মুহূর্তে সব মিলিয়ে বাঘের সংখ্যা ২৯৬৭। ২০১৪ সালে যখন গণনা করা হয়েছিল, সংখ্যাটা ছিল ২২২৬। সামান্য হলেও এই বৃদ্ধি আশাব্যাঞ্জক।
আরও পড়ুন- ঘুম পেয়েছে খুব! ট্রেন চালাতেই গেলেন না চালক! ঘণ্টার পর ঘণ্টা দুর্ভোগে যাত্রীরা
সারা বিশ্বে যত বাঘ রয়েছে তার ৭৫% রয়েছে এই দেশে, সৌজন্যে ব্যাঘ্র প্রকল্প! দীর্ঘকাল ধরেই এ দেশে বাঘ সংরক্ষণের উপর জোর দেওয়া হয়েছে। এই দেশের মোট ১৯ টি রাজ্য ব্যাঘ্র সংরক্ষণের জন্য পৃথক তহবিল পায়। ১৮ টি রাজ্যে সব মিলিয়ে এই মুহূর্তে মোট ৫১ টি ব্যাঘ্র সংরক্ষণ কেন্দ্র রয়েছে।
ন্যাশনাল টাইগার কনজারভেশন অথরিটির তথ্যানুসারে, গতবছর অর্থাৎ ২০২১ সালে এই দেশে মোট ১২৬ টি বাঘের মৃত্যু হয়েছে। ২০২০ তে সংখ্যাটা ছিল ১০৬ টি। এর মধ্যে মৃত্যুর সংখ্যাটা সবচেয়ে বেশি মধ্যপ্রদেশে। ৪২ টি বাঘের মৃত্যুর খবর মিলেছে সেখানে। এর পরেই রয়েছে মহারাষ্ট্র, সংখ্যাটা ২৬। তৃতীয় স্থানে রয়েছে কর্নাটক।