Indian Railway: ঘুম পেয়েছে খুব! ট্রেন চালাতেই গেলেন না চালক! ঘণ্টার পর ঘণ্টা স্টেশনেই দাঁড়িয়ে যাত্রীরা

Last Updated:

Shahjahanpur Railway Station: বালামউ প্যাসেঞ্জার ট্রেনের চালক পর্যাপ্ত ঘুম হয়নি বলে ট্রেন চালাতে রাজিই হননি কিছুতেই। ফলে দুই ঘণ্টারও বেশি সময় ধরে স্টেশনেই ঠায় দাঁড়িয়ে থাকে ট্রেনটি। আর যাত্রীদের ভোগান্তি, বলাই বাহুল্য।

রাতের ঘুম সম্পূর্ণ হয়নি। তাই ট্রেন (Indian Railway) চালাতেই গেলেন না চালক! প্রতীকী ছবি
রাতের ঘুম সম্পূর্ণ হয়নি। তাই ট্রেন (Indian Railway) চালাতেই গেলেন না চালক! প্রতীকী ছবি
#উত্তরপ্রদেশ: রাতের ঘুম সম্পূর্ণ হয়নি। তাই ট্রেন (Indian Railway) চালাতেই গেলেন না চালক! অদ্ভুত এই ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের শাহজাহানপুর রেল স্টেশনে (Shahjahanpur Railway Station), ২১ জানুয়ারি, শুক্রবার। বালামউ প্যাসেঞ্জার ট্রেনের চালক পর্যাপ্ত ঘুম হয়নি বলে ট্রেন (Indian Railway) চালাতে রাজিই হননি কিছুতেই। ফলে দুই ঘণ্টারও বেশি সময় ধরে স্টেশনেই ঠায় দাঁড়িয়ে থাকে ট্রেনটি (Indian Railway)। আর যাত্রীদের ভোগান্তি, বলাই বাহুল্য।
বালামউ প্যাসেঞ্জার ট্রেনটি (Balamau passenger train) ২১ জানুয়ারি রাত ১ টায় শাহজাহানপুর রেল স্টেশনে পৌঁছেছিল এবং ইতিমধ্যেই ট্রেনটি নিজের সময় থেকে সাড়ে তিন ঘণ্টা দেরিতে চলছিল।
advertisement
যে চালক বালামউ থেকে ট্রেনটি চালাচ্ছিলেন তাঁকে পরের দিন সকালে বালামউতে ফিরে যেতে হত। লোকো পাইলট গভীর রাতে আসার পর পর্যাপ্ত ঘুমোতে পারেননি এবং শুক্রবার সকালে কিছুতেই ঘুম সম্পূর্ণ না করে ট্রেন চালিয়ে গন্তব্যে ফেরত যেতে তিনি নারাজ। ট্রেন চালক জানিয়েছিলেন, ঘুম শেষ হলে তবেই তিনি ট্রেনে উঠবেন।
advertisement
শাহজাহানপুর স্টেশন থেকে ২১ জানুয়ারি সকাল ৭টায় এই ট্রেনটি ছাড়ার কথা ছিল কিন্তু ট্রেন চালকের ঘুম সম্পূর্ণ না হওয়ায় সকাল সাড়ে ৯টা পর্যন্ত স্টেশনেই দাঁড়িয়ে থাকে ট্রেনটি। ঘুমিয়ে, বিশ্রাম নিয়ে ট্রেনটি চালাতে আসেন ওই লোকো পাইলট এবং ট্রেনটিকে রোজা জংশনে নিয়ে যান। সেখান থেকে অন্য আরেক চালক ট্রেনটিকে বালামউ নিয়ে রওনা দেন।
advertisement
শাহজাহানপুরের স্টেশন মাস্টার জেপি সিংয়ের মতে, লোকো পাইলটরা এই ট্রেনটিকে বালামউ থেকে রোজা পর্যন্ত নিয়ে যান। রোজায় রাতে বিশ্রাম নিয়ে তারা সকালে ট্রেনটি চালান। এই লোকো পাইলট রাতে পর্যাপ্ত ঘুম না হওয়ায় সকালে ট্রেনে উঠতে অস্বীকার করেছিলেন। যদিও অল্পক্ষণের বিরতি নিয়েই ফের ট্রেন চালাতে শুরু করেন তিনি।
লোকো পাইলটদের জন্য পর্যাপ্ত বিশ্রাম ভীষণই গুরুত্বপূর্ণ কারণ ট্রেন চালানোর জন্য অসম্ভব মনোযোগ এবং সচেতনতার প্রয়োজন পড়ে। সম্প্রতি এ রাজ্যের জলপাইগুড়ি জেলার দোমোহানির কাছে বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস (Bikaner-Guwahati Express) ট্রেনের ১২টি বগি লাইনচ্যুত হয়। ভয়াবহ এই দুর্ঘটনায় অন্তত সাতজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন ৪৫ জনেরও বেশি যাত্রী।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Indian Railway: ঘুম পেয়েছে খুব! ট্রেন চালাতেই গেলেন না চালক! ঘণ্টার পর ঘণ্টা স্টেশনেই দাঁড়িয়ে যাত্রীরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement