মাধুরীর সঙ্গে দেখা করে অমিত শাহ জানিয়েছেন ৷ খুব ভাল লেগেছে মাধুরী ও তাঁর স্বামী শ্রীরাম নেন দেখা করে ৷ তাঁদের আতিথিয়তায় মুগ্ধ হয়েছে বিজেপি সভাপতি ৷ তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্য়মন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশও ৷
advertisement
আরও পড়ুন : ২০১৯ লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বড় ঘোষণা শিবসেনার
আগামিকাল চণ্ডীগড়ে তাঁর দেখা করার কথা আছে ক্রীড়া জগতের কিংবদন্তি মিলখা সিং-এর সঙ্গেও ৷ কেন্দ্রে বিজেপি সরকার ৪ বছর পূর্ণ করেছে গত ২৬ মে ৷ জোরদার জনসংযোগ ও সমর্থনের জন্য 'সম্পর্ক ফর সমর্থন' শীর্ষক একটি বিভাগের সূচনা করা হয়েছে ৷ আশা করা হচ্ছে এই বিভাগের মাধ্যমে লক্ষ লক্ষ মানুষের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হবে ৷
ইতিমধ্যেই অমিত শাহ দেখা করেছেন ভারতীর অন্যতম ক্রিকেট বিশ্বকাপ জয়ী কিংবদন্তি প্রাক্তন অধিনায়ক কপিল দেব নিখঞ্জ, যোগগুরু ও পতঞ্জলি গ্রুপের প্রধান বাবা রামদেবের সঙ্গে ৷
অমিত শাহ এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্তব্য করেছেন সমাজের সর্বস্তরের মানুষের সামনে তাঁর সরকারের বিভিন্ন জনমুখী প্রকল্পের প্রচার করতেই এই পদক্ষেপ ৷ যাতে সাধারণ মানুষ সমস্ত প্রকল্পের সুযোগ সুবিধা ভোগ করতে পারেন গ্রাম ও প্রত্যন্ত গ্রামের মানুষ ৷
আরও পড়ুন : মন্দাসোরের সভায় পৌঁছেছেন রাহুল, আসছে পীড়িত কৃষক পরিবারের আত্মীয়ের সভায় যোগ না দেওয়ার শাসানি