২০১৯ লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বড় ঘোষণা শিবসেনার

Last Updated:

২০১৯ লোকসভা নির্বাচনের আগে নিজের ঘর গোছাতে শুরু করেছে বিজেপি তথা এনডিএ ৷ ঠিক এই ঘটনারই প্রেক্ষাপটে বিজেপি সভাপতি অমিত শাহর বুধবার শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরের সঙ্গে দেখা করার কথা আছে ৷

#মুম্বই: ২০১৯ লোকসভা নির্বাচনের আগে নিজের ঘর গোছাতে শুরু করেছে বিজেপি তথা এনডিএ ৷ ঠিক এই ঘটনারই প্রেক্ষাপটে বিজেপি সভাপতি অমিত শাহর বৃহস্পতিবার শিবসেনা প্রধান উদ্ভব ঠাকরের সঙ্গে দেখা করার কথা আছে ৷
এর আগে শিবাসেনার পক্ষ থেকে ঘোষণা করেছে আগামী নির্বাচনে তারা আলাদা লড়বে ৷ পুরনো দুই বন্ধুর মধ্যে সাম্প্রতিক সম্পর্কের চাপান উতোরের প্রেক্ষাপটেই অমিত শাহ উদ্ভব ঠাকরের সঙ্গে দেখা করে পুরনো সম্পর্ক মেরামত করার কাজটি সেরে ফেলতে চেয়েছেন ৷
ঠিক এর আগেই শিবসেনার বিজেপিকে নিশানা করে মন্তব্য পাল্টা মন্ত্বব্যে জাতীয় রাজনীতি উত্তপ্ত হয়েছে ৷ শিবসেনার পক্ষে জানানো হয়েছে লাগাতার পেট্রোপণ্যের মূল্য বৃদ্ধিতে জনগণ রীতিমত হিমশিম খেয়েছে ৷ কৃষকেরা লাগাতার আন্দোলনে নেমেছে ৷ নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া দাম মানুষকে বিপাকে ফেলেছে ৷ ঠিক তখনই অন্যদিকে বিজেপি একক ভাবে আগামী লোকসভা ভোটে ৩৫০ আসনে জেতার স্বপ্ন দেখছে ৷ এছাড়াও আরও একাধিক কারণে বিজেপি তথা এনডিএ পরিত্যাগের পথেই অটল শিবসেনা ৷
advertisement
advertisement
বিজেপি-শিবসেনা বহুদিন এক সঙ্গে রাজনৈতিক চড়াই উতরাইয়ের সঙ্গী ৷ সম্প্রতি পালঘর লোকসভা উপনির্বাচনে বিজেপির কাছে পরাজিত হয়ে বেড়েছে পারস্পরিক দূরত্ব ৷ ২০১৪ পরবর্তী সময়ে বিজেপি একের পর এক উপনির্বাচনে পরাজিত হয়ে লোকসভায় এখন বিজেপির একক আসন সংখ্যা ২৭১ ৷ তাই বিজেপি শিবসেনার সঙ্গে পুরনো সখ্যতা বজায় রাখতেই শিবসেনার সঙ্গে বৈঠকে উদ্যোগী ৷
advertisement
তবে সময়েই বলবে অমিত শাহের হস্তক্ষেপে কি বদলাবে শিবসেনার অবস্থান ? সেটাই এখন দেখার ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২০১৯ লোকসভা নির্বাচনের প্রেক্ষিতে বড় ঘোষণা শিবসেনার
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement