চেন্নাই: চেন্নাইতে তরুণীকে ধর্ষণের অভিযোগে এবার গ্রেফতার করা হল একজন বাইক ট্যাক্সি চালককে। মঙ্গলবার ওই যুবকের বিরুদ্ধে ২২ বছর বয়সি এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে।
পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম শিবকুমার, তাকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্তের মোটরসাইকেলটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। নির্যাতিতার অভিযোগ, তিনি, সোমবার রাতে তার বন্ধুর সাথে দেখা করতে পক্কিকারানাই যাওয়ার জন্য একটি বাইক ট্যাক্সি বুক করেছিলেন। কিন্তু ওই তরুণীকে বাইকে তোলার পরে পুলিশ জানিয়েছে, অভিযুক্ত শিবকুমার একটি নির্জন পথ নেয়।
advertisement
যাওয়ার পথে তরুণীকে হুমকি দেয় এবং ধর্ষণ করে। এখানেই শেষ নয়, তরুণীকে নির্যাতনের পরে নির্যাতিতাকে মহিলাকে তার বাড়িতে নামিয়ে দেয় যুবক। বাড়ি ফেরার পরে ওই তরুণী স্বামীকে ঘটনাটি জানায়, তার পরে নির্যাতিতা পুলিশে অভিযোগ দায়ের করে। তার অভিযোগের ভিত্তিতে, টি-৫ ভানগরম থানায় অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। একটি বিবৃতিতে পুলিশ জানিয়েছে, “প্রাথমিক তদন্তে অভিযোগটি সত্য বলে মনে করা হচ্ছে। একটি মামলা দায়ের করা হয়েছে, এই ঘটনায় অভিযুক্তের নাম শিবকুমার।“
