বিহার বিধানসভা নির্বাচনের ফলাফলের প্রাক্কালে, এনডিএ-র ক্ষমতায় ফিরে আসা কার্যত সময়ের অপেক্ষা বলে পূর্বাভাস দেওয়া সমস্ত এক্সিট পোলগুলিকে রীতিমতো প্রত্যাখ্যান করে আরজেডি নেতা তেজস্বী যাদব জোর দিয়ে বলেন, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে মসনদের দখল নিতে চলেছে মহাগঠবন্ধন।
আরও পড়ুন: শুরু ভোটগণনা, বিহার দখলে এগিয়ে তেজস্বী-তেজপ্রতাপ! প্রশান্তের দল এগিয়ে ৩ আসনে
advertisement
বৃহস্পতিবার পটনায় এক সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে তেজস্বী যাদব গণনা প্রক্রিয়াতে যে কোনও রকম অসদাচরণের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাদের সতর্ক করে বলেন, “২০২০ সালের বিধানসভা নির্বাচন প্রসঙ্গে তেজস্বী অভিযোগ করেন, “তখনও জনমত মহাগঠবন্ধনের পক্ষেই ছিল, কিন্তু কিছু অফিসারের কারচুপির ফলেই ফলাফল ঘুরে যায়।”
তেজস্বী বলেন, “আমরা নিশ্চিত, এবার সংখ্যাগরিষ্ঠতা নিয়েই সরকার গঠন করছি। আমাদের কর্মীরা সব গণনাকেন্দ্রে সতর্ক হয়েই রয়েছেন।” তাঁর হুঁশিয়ারি, “যদি প্রশাসন আবার ২০২০ সালের মতো কোনও ভুল করে, সীমা লঙ্ঘন করে, সংবিধান-বহির্ভূত কিছু করে বা অন্য কারও নির্দেশে কাজ করে, তাহলে জনতা নিজেরাই ব্যবস্থা নেবে।”
তেজস্বীর কথায়, “বিহারের মানুষ এবার এনডিএ সরকারকে ক্ষমতাচ্যুত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন। তিনি দাবি করেন, “আমরা স্বচ্ছ ব্যবধানে জিতছি। আশা করি, নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে গণনা সম্পন্ন করবে।” তিনি অভিযোগ করে বলেন, “অফিসারদের উপর দিল্লি থেকে নির্দেশ আসছে। ভোটগণনায় দেরি করানোর আশঙ্কাও রয়েছে, তবে আমাদের কর্মীরা সতর্ক।”
ফল ঘোষণার আগের রাতে তেজস্বীর বাসভবনে মহাগঠবন্ধনের শীর্ষ নেতৃত্ব বৈঠক করেন। রাত সাড়ে সাতটা থেকে শুরু হওয়া ওই বৈঠকে ভোটগণনার প্রতিটি ধাপ কড়াভাবে নজরদারির কৌশল নিয়ে আলোচনা হয়। উপস্থিত ছিলেন ভিআইপি নেতা মুকেশ সাহানি, সিপিআই(এমএল) লিবারেশন-এর সাধারণ সম্পাদক দিপঙ্কর ভট্টাচার্য এবং কংগ্রেসের বিহার ইন-চার্জ কৃষ্ণা আল্লাভারু।
