আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদব প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের পুরনো পারিবারিক আসন রাঘোপুর থেকে৷ গণনার প্রাথমিক ট্রেন্ড বলছে, রাঘোপুর কেন্দ্র থেকে এগিয়ে রয়েছে তেজস্বী৷ অন্যদিকে, তাঁর বড় দাদা, তথা লালুপ্রসাদের জ্যেষ্ঠ পুত্র তেজপ্রতাপ যাদব প্রায় ৫ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন মহুয়া কেন্দ্র থেকে৷
advertisement
আরজেডি থেকে বিতাড়িত হওয়ার পরে নতুন দল গড়েছেন তেজপ্রতাপ৷ সেই জনশক্তি জনতা দলের হয়েই মহুয়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তেজপ্রতাপ৷ এদিকে, রাঘোপুর থেকে এবারেও হ্যাট্রিকের দিকে এগোচ্ছেন তেজস্বী৷
চলতি বছরের ২৫ মে বিবাহবহিভূর্ত সম্পর্কে জড়িয়ে থাকার কথা সর্বসমক্ষে স্বীকার করার পরেই বাবার দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কৃত হন তেজপ্রতাপ৷ পরে অবশ্য সেই পোস্ট ডিলিট করে দেন তিনি৷ দাবি করেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল৷ তবে, বড় ছেলে এহেন দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য তাঁকে ত্যাজ্য করে দেন লালুপ্রসাদ যাদব৷
আরও পড়ুন: মধ্যরাতে বিস্ফোরণ! গুঁড়িয়ে গেল উমর নবির পুলওয়ামার বাড়ি, এলাকা ঘিরে ফেলল সেনা
তেজপ্রতাপের দল জনশক্তি জনতা দল ৪৪টা আসনে প্রার্থী দিয়েছে৷ বর্তমানে নিজের মহুয়া কেন্দ্রেই LJP(RV) -র থেকে ৬,৯০১ ভোটে পিছিয়ে রয়েছেন তিনি৷
