TRENDING:

Bihar Election Results 2025: এক জন এগিয়ে, তো আরেক জন পিছিয়ে! তেজপ্রতাপ আর তেজস্বী, বিহারে দুই ভাইয়ের ভাগ্য পরীক্ষা

Last Updated:

আরজেডি থেকে বিতাড়িত হওয়ার পরে নতুন দল গড়েছেন তেজপ্রতাপ৷ সেই জনশক্তি জনতা দলের হয়েই মহুয়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তেজপ্রতাপ৷ এদিকে, রাঘোপুর থেকে এবারেও হ্যাট্রিকের দিকে এগোচ্ছেন তেজস্বী৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পটনা: ভারতীয় রাজনীতির এ এক অতি চেনা গল্প৷ রক্তের সম্পর্কের আত্মীয় লড়ছেন দুই বিপরীত দলে৷ তবে বিহারের কাহিনিটা মনে হয় আরও বেশি ব্যক্তিগত৷ বিহার নির্বাচনের গণনা শুরুর সকাল থেকেই এগিয়ে রয়েছে এনডিএ৷ আর এগিয়ে থাকা আসনের নিরিখে পেরিয়ে গিয়েছে ম্যাজিক ফিগার৷ আর বিরোধী মহাগঠবন্ধন জোট এখনও আটকে দুই সংখ্যাতেই৷
News18
News18
advertisement

আরজেডি প্রধান লালুপ্রসাদ যাদবের ছোট ছেলে তেজস্বী যাদব প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের পুরনো পারিবারিক আসন রাঘোপুর থেকে৷ গণনার প্রাথমিক ট্রেন্ড বলছে, রাঘোপুর কেন্দ্র থেকে এগিয়ে রয়েছে তেজস্বী৷ অন্যদিকে, তাঁর বড় দাদা, তথা লালুপ্রসাদের জ্যেষ্ঠ পুত্র তেজপ্রতাপ যাদব প্রায় ৫ হাজার ভোটে পিছিয়ে রয়েছেন মহুয়া কেন্দ্র থেকে৷

আরও পড়ুন : ‘ভোটারদের নাম যদি সরিয়ে দেওয়া হয়..,’ NDA-র দিকে পাল্লা ভারী হতেই পুরনো অভিযোগ কংগ্রেস নেতার

advertisement

আরজেডি থেকে বিতাড়িত হওয়ার পরে নতুন দল গড়েছেন তেজপ্রতাপ৷ সেই জনশক্তি জনতা দলের হয়েই মহুয়া কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন তেজপ্রতাপ৷ এদিকে, রাঘোপুর থেকে এবারেও হ্যাট্রিকের দিকে এগোচ্ছেন তেজস্বী৷

চলতি বছরের ২৫ মে বিবাহবহিভূর্ত সম্পর্কে জড়িয়ে থাকার কথা সর্বসমক্ষে স্বীকার করার পরেই বাবার দল থেকে ৬ বছরের জন্য বহিষ্কৃত হন তেজপ্রতাপ৷ পরে অবশ্য সেই পোস্ট ডিলিট করে দেন তিনি৷ দাবি করেন, তাঁর অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল৷ তবে, বড় ছেলে এহেন দায়িত্বজ্ঞানহীন কাজের জন্য তাঁকে ত্যাজ্য করে দেন লালুপ্রসাদ যাদব৷

advertisement

আরও পড়ুন: মধ্যরাতে বিস্ফোরণ! গুঁড়িয়ে গেল উমর নবির পুলওয়ামার বাড়ি, এলাকা ঘিরে ফেলল সেনা

সেরা ভিডিও

আরও দেখুন
সঙ্গীতশিল্পী এসডি বর্মনের সঙ্গে আত্মীয়তার সম্পর্ক ছিল জঙ্গলমহলের!কোন সম্পর্ক জড়িয়েছিলেন
আরও দেখুন

তেজপ্রতাপের দল জনশক্তি জনতা দল ৪৪টা আসনে প্রার্থী দিয়েছে৷ বর্তমানে নিজের মহুয়া কেন্দ্রেই LJP(RV) -র থেকে ৬,৯০১ ভোটে পিছিয়ে রয়েছেন তিনি৷

বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Election Results 2025: এক জন এগিয়ে, তো আরেক জন পিছিয়ে! তেজপ্রতাপ আর তেজস্বী, বিহারে দুই ভাইয়ের ভাগ্য পরীক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল