TRENDING:

Bihar Assembly Election 2025: বিহার ভোটের আগে ‘Gen Z’-কে বিশেষ বার্তা রাহুলের! ‘জঙ্গলরাজ’ মনে করিয়ে বার্তা দিলেন অমিত শাহ-ও

Last Updated:

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি তাঁর ভিডিও বার্তায় বলেন, ‘‘আপনারা দেখেছেন হরিয়ানায় কী বড় মাপের ভোটচুরি হয়েছে৷ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সব জায়গায় এরা (বিজেপি) সাধারণ মানুষের গলা দমিয়ে রাখতে চায়৷ এখন এদের নজর বিহারের দিকে৷ আপনার দিকে, আপনার ভবিষ্যতের দিকে৷’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: আজ, বৃহস্পতিবার, ৬ নভেম্বর বিহার বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণ৷ ভোটগ্রহণ পর্ব শুরুর আগেই সকল ভোটারকে সকাল সকাল ভোট দেওয়ার আবেদন জানিয়ে দিয়েছেন মোদি৷ ভোটগ্রহণ শুরুর আগে বিহারের সাধারণ মানুষের উদ্দেশ্যে নিজের নিজের মতো বার্তা দিয়েছেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধি থেকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷
News18
News18
advertisement

বুধবার নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠক করে হরিয়ানা নির্বাচনে বিজেপির বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ আনেন রাহুল গান্ধি৷ সেই সময়েই বিহার নির্বাচনের প্রসঙ্গ তুলে ‘Gen Z ভাইবোনে’দের বিরুদ্ধে বিশেষ বার্তা দেন তিনি৷

পরবর্তী কালে সোশ্যাল মিডিয়া ‘X’-এ রাহুল গান্ধ লেখেন, ‘‘বিহারের তরুণ বন্ধরা, আমার Gen Z ভাইবোনেরা, আগামিকাল (বৃহস্পতিবার) শুধুমাত্র একটা ভোট দেওয়ার দিন নয়৷ এটা বিহারের ভবিষ্যৎ নির্ধারণ করার দিন৷ তোমাদের মধ্যে অনেকেই প্রথমবার ভোট দেবে৷ গণতন্ত্রের সবচেয়ে বড় দায়িত্ব, এটা তোমাদের অধিকার৷’’ তরুণ ভোটারদের ভোট দিতে এবং মহাগঠবন্ধন জোটকে জিতিয়ে দেওয়ার আবেদন জানান রাহুল৷

advertisement

আরও পড়ুন: বৃহস্পতিবার বিহারে প্রথম দফায় ১২১ আসনে ভোট, ভাগ্য নির্ধারণ তেজস্বী সহ ১৩১৪ জন প্রার্থীর

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধি তাঁর ভিডিও বার্তায় বলেন, ‘‘আপনারা দেখেছেন হরিয়ানায় কী বড় মাপের ভোটচুরি হয়েছে৷ মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, ছত্তিশগড় সব জায়গায় এরা (বিজেপি) সাধারণ মানুষের গলা দমিয়ে রাখতে চায়৷ এখন এদের নজর বিহারের দিকে৷ আপনার দিকে, আপনার ভবিষ্যতের দিকে৷’’

advertisement

রাহুলের বার্তা, ‘‘প্রত্যেক বুথে সমস্ত রম ষড়যন্ত্র, মগজধোলাই থেকে সাবধান থাকুন৷ সতর্ক নাগরিকই গণতন্ত্রের মূল সম্পদ৷ বিহারের ভবিষ্যৎ আপনাদের হাতে৷ ‘ভোটচুরি, সরকার চুরি’রুখুন, ষড়যন্ত্রকে হারিয়ে দিন৷’’

অন্যদিকে, বিহারের প্রথম দফা ভোটগ্রহণের ঠিক আগে রাহুলের ‘ভোটচুরি’র অভিযোগ আনা কে কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক জে পি নাড্ডা৷ তাঁর দাবি, বিহার নির্বাচনে শোচনীয় পরাজয়ের আভাস পেয়েই নজর ঘোরানোর চেষ্টা করেছেন রাহুল৷

advertisement

আরও পড়ুন: ‘বিহার ভোট থেকে নজর ঘোরানোর কৌশল,’ রাহুল গান্ধির ভোটচুরির অভিযোগে প্রতিক্রিয়া বিজেপির

অন্যদিকে, বিহারে প্রথম দফার ভোটগ্রহণের আগে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বার্তা, ‘‘বিহারের ভোটারদের আমার অনুরোধ, বিশেষ করে যুব সম্প্রদায়ক, যে বিপুল পরিমাণে প্রথম দফায় ভোটদান করুন৷ আপনার এক একটা ভোট বিহারে জঙ্গলরাজ ফিরিয়ে আনার পথে বাধা সৃষ্টি করবে৷ সুপ্রশাসন জিইয়ে রাখবে এবং নতুন, উন্নত এবং স্বনির্ভর বিহার গড়বে৷’’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ডিসেম্বর মানেই ঘুরতে যাওয়া, শীতের আমেজে ঘুরে আসুন রনডিহা ড্যাম, সপ্তাহান্তে ঘুরে আসুন
আরও দেখুন

বিরোধীদের বিরুদ্ধে ‘অনুপ্রবেশকারী এবং নকশাল’দের সাহায্য করে দেশের নিরাপত্তা নিয়ে ছেলেখেলা করার অভিযোগও তোলেন শাহ৷

বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Assembly Election 2025: বিহার ভোটের আগে ‘Gen Z’-কে বিশেষ বার্তা রাহুলের! ‘জঙ্গলরাজ’ মনে করিয়ে বার্তা দিলেন অমিত শাহ-ও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল