পার্থ চট্টোপাধ্যায়ের শারীরিক সমস্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে এইমস-এর ডিরেক্টর আশুতোষ বিশ্বাস বলেন, 'আমরা পার্থ চট্টোপাধ্যায়ের সমস্ত পরীক্ষা করেছি, তাঁর রক্ত পরীক্ষাও করা হয়েছে৷ তাঁর বেশ কিছু ক্রনিক সমস্যা রয়েছে৷ থাইরয়েড, কিডনি, ওবেসিটির সমস্যায় অনেকদিন ধরেই ভুগছেন তিনি৷ তবে এর কোনওটাই গুরুতর নয়৷ তাঁর অবস্থা স্থিতিশীল৷ এই সব সমস্যার জন্য তিনি অনেকদিন ধরেই ওষুধ খাচ্ছেন৷ কী কী ওষুধ খেতে হবে, তা তাঁকে বলে দেওয়া হয়েছে৷ আমরা তাঁকে খুব শিগগিরই ছুটি দিয়ে দিচ্ছি৷ তাঁর শারীরিক পরীক্ষা সংক্রান্ত রিপোর্টও আমরা হাইকোর্টে জমা দিচ্ছি৷'
advertisement
আরও পড়ুন: বুকেই যন্ত্রণা, ভুবনেশ্বরে পৌঁছে বোঝালেন বিধ্বস্ত পার্থ! দেখুন ভিডিও
গ্রেফতারের পর এসএসকেএম হাসপাতালে ভর্তি হয় পার্থ চট্টোপাধ্যায় দাবি করেছিলেন, তাঁর বুকে ব্যথা রয়েছে৷ এ দিন ভুবনেশ্বর পৌঁছেও সেই ইঙ্গিত করেন তিনি৷ যদিও এইমস-এর শীর্ষ কর্তা জানিয়েছেন, পার্থ চট্টোপাধ্যায়ের বুকের ব্যথা খুব বেশি হচ্ছে না৷
কলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে বের করে হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এ দিন সকালে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বরের এইমস-এ নিয়ে যাওয়া হয়েছিল৷ সকাল সাড়ে দশটা নাগাদ ভুবনেশ্বর এইমস-এ পৌঁছন পার্থ চট্টোপাধ্যায়৷ তার পরেই রাজ্যের মন্ত্রীর যাবতীয় পরীক্ষা নিরীক্ষা শুরু হয়৷ তবে এইমস কর্তৃপক্ষের এই বক্তব্যের পর পার্থ চট্টোপাধ্যায় আরও চাপে পড়লেন, সেকথা বলাই যায়৷