Partha Chatterjee in Bhubaneswar: বুকেই যন্ত্রণা, ভুবনেশ্বরে পৌঁছে বোঝালেন বিধ্বস্ত পার্থ! দেখুন ভিডিও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
টানা ধকলে বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগা প্রাক্তন শিক্ষা মন্ত্রী যে বেশ বিধ্বস্ত, ভুবনেশ্বর বিমানবন্দরে নামার পর পার্থ চট্টোপাধ্যায়কে দেখেই তা স্পষ্ট৷
#ভুবনেশ্বর: তিনি সত্যিই কতটা অসুস্থ, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইডি৷ তাঁর অসুস্থতার সত্যতা যাচাইয়েই এ দিন এয়ার অ্যাম্বুল্যান্সে করে ভুবনেশ্বরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে৷ ভুবনেশ্বর বিমানবন্দরে নেমে অবশ্য পার্থ চট্টোপাধ্যায় ইঙ্গিত দিলেন, বুকে ব্যথার সমস্যায় ভুগছেন তিনি৷
শনিবার রাতে পার্থ চট্টোপাধ্যায় এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের কাছেও বুকে ব্যথার সমস্যার কথা জানিয়েছিলেন৷ তাঁর পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে বলেও জানান রাজ্যের এই শীর্ষ মন্ত্রী৷ পার্থ চট্টোপাধ্যায়ের রক্তে ক্রিয়েটিনিনের মাত্রাও বেশি ছিল বলে খবর৷
advertisement
advertisement
যদিও এসএসকেএম-এর চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখতে পারেনি ইডি৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনে সায় দেয় কলকাতা হাইকোর্টও৷ হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমস-এ নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দেন৷ সেই মতো এ দিন সকালে কলকাতা বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর উড়িয়ে নিয়ে যাওয়া হয়৷
#WATCH | West Bengal Minister and former Education Minister of the state, Partha Chatterjee, arrives at Bhubaneswar airport along with ED officials. To be taken to AIIMS, Bhubaneswar. pic.twitter.com/Rw7eBYkGsP
— ANI (@ANI) July 25, 2022
advertisement
শুক্রবার থেকে টানা প্রায় ২৭ ঘণ্টা জেরার মুখোমুখি হতে হয় রাজ্যের প্রবীণ এই মন্ত্রীকে৷ তার পর শনিবার সকালে তাঁকে গ্রেফতার করে ইডি৷ এর পর শনিবারই ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয় তৃণমূলের মহাসচিবকে৷ একদিন এসএসকেএম হাসপাতালে কাটানোর পরই আজ সাত সকালে ফের ভুবনেশ্বর রওনা৷
advertisement
এ সবের ধাক্কায় বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগা প্রাক্তন শিক্ষা মন্ত্রী যে বেশ বিধ্বস্ত, ভুবনেশ্বর বিমানবন্দরে নামার পর পার্থ চট্টোপাধ্যায়কে দেখেই তা স্পষ্ট৷ অ্যাম্বু্ল্যান্সে তোলার মুখে দূর থেকে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, শরীরে কী ধরনের সমস্যা হচ্ছে তাঁর? জবাবে বুকের বাঁ দিকে হাত দিয়ে ইঙ্গিত করেন পার্থ৷ তাঁর যে হৃদযন্ত্রে সমস্যা হচ্ছে এবং বুকে ব্যথা হচ্ছে, সম্ভবত সেটাই বোঝানোর চেষ্টা করেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী৷
advertisement
সকালে সাড়ে দশটার কিছু আগে ভুবনেশ্বর এইমস-এ পৌঁছে যান পার্থ চট্টোপাধ্যায়৷ রাজ্যের মন্ত্রীকে পরীক্ষার জন্য ভুবনেশ্বর এইমসে চিকিৎসকদের বিশেষ দলকে তৈরি রাখা হয়েছে৷ দলে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞও৷ সেই পরীক্ষার রিপোর্টই আজ জমা পড়বে কলকাতায় ইডি-র বিশেষ আদালতে৷ সম্ভবত তার পরই জানা যাবে, পার্থর চিকিৎসা কলকাতায় হবে নাকি অন্যত্র৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 25, 2022 10:44 AM IST