Partha Chatterjee in Bhubaneswar: বুকেই যন্ত্রণা, ভুবনেশ্বরে পৌঁছে বোঝালেন বিধ্বস্ত পার্থ! দেখুন ভিডিও

Last Updated:

টানা ধকলে বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগা প্রাক্তন শিক্ষা মন্ত্রী যে বেশ বিধ্বস্ত, ভুবনেশ্বর বিমানবন্দরে নামার পর পার্থ চট্টোপাধ্যায়কে দেখেই তা স্পষ্ট৷

ভুবনেশ্বর বিমানবন্দরে নামার পর দৃশ্যতই বিধ্বস্ত লাগছিল পার্থ চট্টোপাধ্যায়কে৷ Photo-ANI
ভুবনেশ্বর বিমানবন্দরে নামার পর দৃশ্যতই বিধ্বস্ত লাগছিল পার্থ চট্টোপাধ্যায়কে৷ Photo-ANI
#ভুবনেশ্বর: তিনি সত্যিই কতটা অসুস্থ, তা নিয়ে সংশয় প্রকাশ করেছে ইডি৷ তাঁর অসুস্থতার সত্যতা যাচাইয়েই এ দিন এয়ার অ্যাম্বুল্যান্সে করে ভুবনেশ্বরে উড়িয়ে নিয়ে যাওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে৷ ভুবনেশ্বর বিমানবন্দরে নেমে অবশ্য পার্থ চট্টোপাধ্যায় ইঙ্গিত দিলেন, বুকে ব্যথার সমস্যায় ভুগছেন তিনি৷
শনিবার রাতে পার্থ চট্টোপাধ্যায় এসএসকেএম হাসপাতালের চিকিৎসকদের কাছেও বুকে ব্যথার সমস্যার কথা জানিয়েছিলেন৷ তাঁর পায়ে অসহ্য যন্ত্রণা হচ্ছে বলেও জানান রাজ্যের এই শীর্ষ মন্ত্রী৷ পার্থ চট্টোপাধ্যায়ের রক্তে ক্রিয়েটিনিনের মাত্রাও বেশি ছিল বলে খবর৷
advertisement
advertisement
যদিও এসএসকেএম-এর চিকিৎসা ব্যবস্থায় আস্থা রাখতে পারেনি ইডি৷ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আবেদনে সায় দেয় কলকাতা হাইকোর্টও৷ হাইকোর্টের বিচারপতি বিবেক চৌধুরী পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর এইমস-এ নিয়ে গিয়ে স্বাস্থ্য পরীক্ষা করানোর নির্দেশ দেন৷ সেই মতো এ দিন সকালে কলকাতা বিমানবন্দর থেকে এয়ার অ্যাম্বুল্যান্সে করে পার্থ চট্টোপাধ্যায়কে ভুবনেশ্বর উড়িয়ে নিয়ে যাওয়া হয়৷
advertisement
শুক্রবার থেকে টানা প্রায় ২৭ ঘণ্টা জেরার মুখোমুখি হতে হয় রাজ্যের প্রবীণ এই মন্ত্রীকে৷ তার পর শনিবার সকালে তাঁকে গ্রেফতার করে ইডি৷ এর পর শনিবারই ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয় তৃণমূলের মহাসচিবকে৷ একদিন এসএসকেএম হাসপাতালে কাটানোর পরই আজ সাত সকালে ফের ভুবনেশ্বর রওনা৷
advertisement
এ সবের ধাক্কায় বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগা প্রাক্তন শিক্ষা মন্ত্রী যে বেশ বিধ্বস্ত, ভুবনেশ্বর বিমানবন্দরে নামার পর পার্থ চট্টোপাধ্যায়কে দেখেই তা স্পষ্ট৷ অ্যাম্বু্ল্যান্সে তোলার মুখে দূর থেকে তাঁকে সাংবাদিকরা প্রশ্ন করেন, শরীরে কী ধরনের সমস্যা হচ্ছে তাঁর? জবাবে বুকের বাঁ দিকে হাত দিয়ে ইঙ্গিত করেন পার্থ৷ তাঁর যে হৃদযন্ত্রে সমস্যা হচ্ছে এবং বুকে ব্যথা হচ্ছে, সম্ভবত সেটাই বোঝানোর চেষ্টা করেন প্রাক্তন শিক্ষা মন্ত্রী৷
advertisement
সকালে সাড়ে দশটার কিছু আগে ভুবনেশ্বর এইমস-এ পৌঁছে যান পার্থ চট্টোপাধ্যায়৷ রাজ্যের মন্ত্রীকে পরীক্ষার জন্য ভুবনেশ্বর এইমসে চিকিৎসকদের বিশেষ দলকে তৈরি রাখা হয়েছে৷ দলে রয়েছেন হৃদরোগ বিশেষজ্ঞও৷ সেই পরীক্ষার রিপোর্টই আজ জমা পড়বে কলকাতায় ইডি-র বিশেষ আদালতে৷ সম্ভবত তার পরই জানা যাবে, পার্থর চিকিৎসা কলকাতায় হবে নাকি অন্যত্র৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Partha Chatterjee in Bhubaneswar: বুকেই যন্ত্রণা, ভুবনেশ্বরে পৌঁছে বোঝালেন বিধ্বস্ত পার্থ! দেখুন ভিডিও
Next Article
advertisement
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে তালিকা?
২০১৬-এর ১৮০৬ জনের তালিকায় 'দাগিদের' পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল SSC, কোথায় দেখা যাবে?
  • ২০১৬-এর নবম, দশম, একাদশ, দ্বাদশ শিক্ষক নিয়োগের 'অযোগ্যদের' চূড়ান্ত তালিকা প্রকাশ করল কমিশন! আগেই জানিয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেইমতো আজ বৃহস্পতিবার, আদালতের নির্দেশ মেনেই ১৮০৬ জনের 'দাগি' যাঁরা তাঁদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করল স্কুল সার্ভিস কমিশন

VIEW MORE
advertisement
advertisement