TRENDING:

Viral Wedding: স্টেশনে ট্রেন থামতেই হাজির প্রেমিক! পরিবারের সামনে কোলে তুলে প্রেমিকার সিঁথিতে সিঁদুর...! তারপর যা ঘটল অবিশ্বাস্য

Last Updated:

Viral Wedding: ট্রেন থামার সঙ্গে সঙ্গেই সুরজ ট্রেনে উঠে স্বাতীকে জোর করে তুলে স্টেশনের বাইরে নিয়ে যান এবং স্টেশন চত্বরের কাছে তাঁর সিঁথিতে সিঁদুরও দিয়ে দেন। বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই যা ঘটার ঘটে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভাগলপুরঃ ১৯৭৭ সালের কথা। সেই সময়ে দেশের সিনেমা হল মাতাচ্ছে এক হিন্দি ছবি, নাম দুসরা আদমি। পরিচালক রমেশ তলওয়ারের এই ছবি প্রযোজনা করেছিলেন যশ চোপড়া। প্রধান তিন চরিত্রে অভিনয় করেন ঋষি কাপুর, নীতু কাপুর, রাখি গুলজার। সেখানে একটা ঘটনা ছিল। টিমসি (নীতু কাপুর) তার মামা আর মামির সঙ্গে এক বিয়েবাড়িতে গিয়েছে। বিরহে করণের (ঋষি কাপুর) অবস্থা খারাপ। সে তখন গাড়ি নিয়ে ছুটল ট্রেনের পিছনে পিছনে। স্টেশনে ট্রেন থামতেই টিমসিও দৌড়ে বেরিয়ে এল। পরিস্থিতি দেখে বিয়ের সিদ্ধান্ত নিল পরিবার।
Representative Image
Representative Image
advertisement

সম্প্রতি ভাগলপুরে যা ঘটল, তা দেখে সকলেরই এই পুরনো ছবির এই দৃশ্য মনে পড়ে যাবে। যখন প্রেমিক হঠাৎ স্টেশনে পৌঁছে প্রেমিকার সঙ্গে দেখা করে। তবে, ভাগলপুর রেল স্টেশনে যা ঘটল, তা ছায়াছবির চিত্রনাট্যকেও হার মানিয়ে দিয়েছে। এখানে প্রেমিক তাঁর প্রেমিকার পিছু নিয়ে শুধু স্টেশন পর্যন্ত পৌঁছেই যাননি, ট্রেন থেকে নামিয়ে সিঁথিতে সিঁদুরও দিয়ে দিয়েছেন, কাণ্ড দেখে মেয়েটির মা এবং খুড়তুতো ভাই হতবাক। সঙ্গত কারণেই ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি জটিল হয়ে ওঠে। কিছুক্ষণের মধ্যেই স্টেশনে ভিড় জমে যায়।

advertisement

আরও পড়ুনঃ রকেট গতিতে বাড়ছে আক্রান্তের সংখ্যা! সহজলভ্য এই ৫ ফল-মাছ ঠেকায় ক্যানসার, রোজ ডায়েটে রাখুন

ভাগলপুর রেলওয়ে স্টেশনে ঘণ্টার পর ঘণ্টা এই ঘটনার জের চলতে থাকে। জানা গিয়েছে, স্বাতী যাদব এবং বারিয়ারপুরের বাসিন্দা সুরজের মধ্যে বিগত ৬ বছর ধরে প্রেম ছিল। এই সময়ের মধ্যে, তাঁরা দুজনেই বেশ কয়েকবার একে অপরের সঙ্গে দেখা করেন। ইন্টারমিডিয়েটে পড়ার সময় কোচিংয়ে সুরজের সঙ্গে স্বাতীর দেখা হয় এবং তাঁরা দুজনেই একে অপরের প্রেমে পড়েন। রবিবার, স্বাতী তাঁর পরিবারের সঙ্গে সাহেবগঞ্জে একটি বিয়ের অনুষ্ঠানে যাচ্ছিলেন। সুরজও তাঁর পিছু পিছু ট্রেনে করে ভাগলপুর পৌঁছন।

advertisement

ট্রেন থামার সঙ্গে সঙ্গেই সুরজ ট্রেনে উঠে স্বাতীকে জোর করে তুলে স্টেশনের বাইরে নিয়ে যান এবং স্টেশন চত্বরের কাছে তাঁর সিঁথিতে সিঁদুরও দিয়ে দেন। বাড়ির লোকজন কিছু বুঝে ওঠার আগেই যা ঘটার ঘটে যায়। এর পর পরিবারের সদস্যরা বিরোধিতা শুরু করেন। স্বাতী জানান, হয় তাঁরা সপরিবারে আত্মহত্যা করবেন, নয়তো সুরজ তাঁকে নিজের বাড়ি নিয়ে যাবেন।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

পরিস্থিতি সম্পূর্ণরূপে হাতের বাইরে চলে গেলে, ট্রাফিক পুলিশের দায়িত্ব নেয়। পুলিশ নিরাপদে তাঁদের ক্যাম্প অফিসে, লোকজনের ভিড় থেকে দূরে নিয়ে চলে যায়। এরপর, প্রত্যক্ষদর্শী ১১২ জনের একটি দলকে ডাকা হয় জিজ্ঞাসাবাদের জন্য। স্বাতী এবং সুরজকেও থানায় নিয়ে গিয়ে জেরা করা হয়। পুলিশ পুরো বিষয়টি তদন্ত করছে। এই পুরো ঘটনার পর স্বাতীর মায়ের শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়েছে বলেও জানা গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Viral Wedding: স্টেশনে ট্রেন থামতেই হাজির প্রেমিক! পরিবারের সামনে কোলে তুলে প্রেমিকার সিঁথিতে সিঁদুর...! তারপর যা ঘটল অবিশ্বাস্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল