বেঙ্গালুরু: বাংলার এক মহিলাকে বেঙ্গালুরু গ্রামীণ এলাকার গাঙ্গোন্দানাহল্লির একটি বাড়িতে গণধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ। সেই মহিলার বাড়িতে ডাকাতিরও অভিযোগ উঠেছে ধর্ষকদের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাত ৯টা ১৫ মিনিট থেকে মধ্যরাতের মধ্যে এই ঘটনা ঘটে। পাঁচজন লোক মিলে এই হামলা চালায় বলে জানা গিয়েছে।
advertisement
রাত ১২টা ৩০ মিনিট নাগাদ পুলিশ নির্যাতিতার বড় ছেলের কাছ থেকে একটি ফোন পায়। এর পরপরই ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে যান। ইতিমধ্যেই এই ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে। বেঙ্গালুরু গ্রামীণ পুলিশ সুপার সিকে বাবা বলেন, ‘অভিযুক্তরা কেবলমাত্র যৌন নির্যাতনই করেনি, বরং বাড়ি থেকে দুটি মোবাইল ফোন এবং ২৫ হাজার টাকাও চুরি করে নিয়ে গেছে। নির্যাতিতা এখন বিপদমুক্ত আছেন।’
পুলিশ জানিয়েছে, নির্যাতিতা বাংলার বাসিন্দা। ওই মহিলা আরও দুই মহিলা, দুই প্রাপ্তবয়স্ক পুরুষ এবং দুই শিশুর সঙ্গে সেখানে বসবাস করছিলেন। অভিযুক্তরাও এই একই এলাকার বাসিন্দা বলে শনাক্ত করা হয়েছে। এই আবহে এসপি বলেন, ‘আমরা পরীক্ষা করে দেখছি অভিযুক্ত এবং নির্যাতিতা একে অপরের পরিচিত ছিল কিনা।’
বেঙ্গালুরু (রুরাল) পুলিশ সুপার সিকে বাবা জানান, ঘটনার গুরুত্ব দেখে এসপি পদমর্যাদার অফিসারের নেতৃত্বে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। তিনটি বিশেষ দলও গঠন করা হয়েছে। তিন জন ধরা পড়েছেন। বাকি দুই অভিযুক্তের খোঁজ চলছে। নির্যাতিতা এবং অভিযুক্তেরা পরস্পরের পরিচিত কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক তদন্তে দেখা গিয়েছে, ঘটনার সময়ে ওই বাড়িতে নির্যাতিতা ছাড়াও এক মহিলা, দু’জন প্রাপ্তবয়স্ক এবং দুই শিশু উপস্থিত ছিলেন।
