বেঙ্গালুরু: ভয়াবহ ঘটনা বেঙ্গালুরুতে। বাড়িতে ঢুকে কলকাতার বাঙালি মহিলাকে গণধর্ষণ। সন্দেহভাজন পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে মঙ্গলবার রাতে, বেঙ্গালুরু জেলা পুলিশের অধীনে Gangondanahalli এলাকায়। যেটা Madanayakanahalli পুলিশ স্টেশনের অন্তর্গত।
advertisement
এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, মঙ্গলবার রাত সওয়া বারোটা নাগাদ নির্যাতিতার বাড়িতে এসে কড়া নাড়ে তিন মদ্যপ ব্যক্তি। বাড়িতে ঘুমন্ত অবস্থায় ছিলেন তাঁর স্বামী এবং চার বছরের ছেলেও। তিনজন নিজের পরিচয় দেয় পুলিশের ইনফরমার বলে। অভিযোগ করেন, মহিলা ওই বাড়িতে মধুচক্র চালান এবং ড্রাগস বিক্রি করেন।
মহিলা দরজা খুলতেই তারা চড়াও হয় মহিলার উপর। স্বামী এবং ছেলেকে ক্রিকেট ব্যাট দিয়ে মারধর করে এবং বেঁধে রেখে মহিলাকে অন্য ঘরে নিয়ে গিয়ে দফায় দফায় ধর্ষণ করে। বাড়ি থেকে প্রায় ২৬ হাজার টাকা এবং মোবাইল ফোন লুঠ করে পালায় ঘণ্টা দুয়েকের মধ্যে। মহিলার ছেলে কোনও রকমে পুলিশ হেল্প লাইনে ফোন করে পুলিশকে খবর দেয়।
এখনও পর্যন্ত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। মূল অভিযুক্ত মিখুন এখনও ফেরার। অভিযুক্তরা সবাই স্থানীয় বাসিন্দা। মহিলা হাসপাতালে চিকিৎসাধীন। ছেলে এবং স্বামীর চিকিৎসা চলছে নিমহ্যানস হাসপাতালে। আজ পুলিশ সবার স্টেটমেন্ট রেকর্ড করবে। মহিলার বয়স ৩৪। তিনি বেঙ্গালুরুতে একটি পার্লারে কাজ করেন। এখনও পর্যন্ত জানা গিয়েছে তিনি কলকাতার বাসিন্দা।